ডেক্স রিপোর্টার
চাঁদপুর জেলার শাহরাস্তিতে জনসাধারণের চলাচলের রাস্তা প্রতিবন্ধকতা করে রাখা রাস্তা উন্মুক্ত করে দিলেন নির্বাহী অফিসার নিরুপম মজুমদার। ৩ জুলাই ২০২৫ শাহরাস্তি উপজেলা রায়শ্রী উত্তর ইউনিয়নের আওতাধীন উল্লারশ্বর গ্রামের পশ্চিমপাড়া সর্বসাধারণ জনগণের ও স্কুল-কলেজের পড়া ছাত্র-ছাত্রীদের চলাচলের পথটি পারিবারিক দ্বন্দ্বের কারণে কয়েকদিন যাবত চলাচলের পথটি বন্ধ করে চলাচলের পথে বেড়া দিয়ে বাধা সৃষ্টি করার কারণে স্থানীয় এলাকাবাসীর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ও শাহরাস্তি থানা উভয় পক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঐদিন দুপুরে ৩ টায় উল্লারশ্বর এলাকায় ঘটনাস্থলে গিয়ে হাজির হন শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)ও সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার। এবং শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার, স্থানীয় প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতে এলাকাবাসীর মধ্যস্থান গ্রাম পুলিশ ও এলাকার ছাত্রসমাজের সার্বিক সহযোগিতা উল্লারশ্বর পশ্চিমপাড়া সর্বসাধারণের চলাচলের বন্ধ পথটি সচল করে দেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করেন ভবিষ্যতে যেন কোন ব্যক্তি গণের সর্বসাধারণের চলাচলের পথে বাধা সৃষ্টি না করেন উক্ত ব্যক্তিগণের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্দেশনা প্রদান করেন। এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন আপনাদের যদি কোন ব্যক্তিগত সমস্যা থাকে তাহলে হয়ে এলাকাবাসী বসে সমস্যা সমাধান করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। উক্ত এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন আপনারা গ্রামবাসী বসে সমস্যা সমাধান করে নেন প্রয়োজনে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা প্রয়োজন হলে উপজেলা প্রশাসন শাহরাস্তির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবে বলে আশ্বাস প্রদান করেন।
Leave a Reply