মোঃ শরীফ উদ্দিনঃ
কুমিল্লার বরুড়ায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভায় প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ জুন বেলা বারোটায় উপজেলা পরিষদ সভা কক্ষে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হামিদ লতিফ ভূঁইয়া (কামাল) এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কুমিল্লা ৮ বরুড়া আসনের মাননীয় সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম। এ সময় উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, নবনির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মিনোয়ারা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মহিবুস সালাম খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু, বরুড়া থানা অফিসার ইনচার্জ রিয়াজুল ইসলাম চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় সকলের মতামতের ভিত্তিতে বরুড়া উপজেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান হিসেবে নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা বেগমের নাম ঘোষণা করা হয়। এবং ২ নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন।
প্যানেল চেয়ারম্যান হিসেবে বিজয়ী হওয়ার পর মিনুয়ারা বেগম বলেন বরুড়া পৌরসভা নির্বাচনে পৌরবাসী দুইবার যেভাবে সমর্থন ও ভোট দিয়ে সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত করেছিলেন, এবার উপজেলা নির্বাচনে সেই সমর্থন আরো বাড়িয়ে দিয়েছেন। উপজেলা বাসীর ভালোবাসা ও সমর্থনে আমি ঋণী হয়ে গেলাম। সারা জীবন এসব মানুষের পাশে থেকে কাজ করে যাবেন তিনি। এলাকার উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সবসময় মানুষের পাশে ছিলেন এবং থাকবেন। পাশাপাশি স্কুল থেকে ঝড়ে পড়া শিশু কিশোর ও পিছিয়ে পড়া নারীদেরকে নিয়ে কাজ করবেন বলে জানান তিনি।
Leave a Reply