চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে মালিককে দিলেন কাজিপুর থানা পুলিশ
প্রকাশিত:
বুধবার, ১৫ মে, ২০২৪
৪০৬
বার পড়া হয়েছে
অন্জনা স্টাফ রিপোর্টার-
সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ তিন বছর পূর্বে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে তা প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছে। মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলের মালিক এলাহী হোসেনের কাজগপত্র দেখে তার হাতে চাবি তুলে দেন কাজিপুর থানার উপ পরিদর্শক সাইফুল ইসলাম।
থানাসূত্রে জানা গেছে, গোপনসূত্রের সংবাদের ভিত্তিতে কাজিপুর থানা পুলিশ গত ১১ মে উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের বাদশা মিয়ার পুত্র আসাদুলকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে। পুলিশ সিরাজগঞ্জ বিআরটিএ অফিস থেকে গাড়ির ইঞ্জিন ও চেচিস নম্বরের ভিত্তিতে প্রকৃত মালিকের নাম ঠিকানা বের করে। এরপর আদালতের প্রক্রিয়া শেষে মালিক এলাহী হোসেনের হাতে ওই মোটরসাইকেলের চাবি তুলে দেয়।
এসময় এলাহী হোসেন বলেন, আমার গাড়ি ২০২১ সালে হারিয়েছিলো। একটি জিডি করে রেখেছিলাম। ভেবেছিলাম হয়তো গাড়ি আর পাবো না।এখন গাড়ি পেয়ে অনেক ভালো লাগছে। কাজিপুর থানা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, এ ধরণের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply