অন্জনা স্টাফ রিপোর্টার- প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় শিক্ষা পদক-২০২৪ উপলক্ষ্যে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল এগারটায় উপজেলা পরিষদ মাঠের এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। উপজেলা পরিষদ খেলার মাঠে অনুষ্ঠিত হয় বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা । একই সময়ে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় উপস্থিত বক্তৃতা, নাচ, গান, একক অভিনয়, চিত্রাঙ্গণ প্রতিযোগিতা। পরে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার এসএম হাবিবুর রহমান।
Leave a Reply