1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০২:১১ অপরাহ্ন
সর্বশেষ :
আশুগঞ্জের বেহাল সড়ক পরিদর্শনে এসে যানজটে আটকালেন সড়ক উপদেষ্টা ফাওজুল কবির খান। পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা। দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। নেত্রকোণা উপজেলা/ থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য় ধাপ) এর উদ্বোধন। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ: উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁ,সি,র দাবি নেত্রকোণা গণমাধ্যম কর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। নেত্রকোণা কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু। নেত্রকোণা খালিয়াজুড়ির হাওরে ট্রলারে ডাকাতিঃ ৫ ভরি স্বর্ণ ও ১৭০ ভরি রুপা লুট বিজয়নগরে পূজাশেষে মদের পার্টি: দুইজনের মৃত্যু, দুইজন আশঙ্কাজনক স্থানীয় সমাজে শোকের ছায়া, উঠছে নানান প্রশ্ন

কুমিল্লার বরুড়া উপজেলার মাটি খেকোদের আতংক উপজেলা সহকারী কমিশনার (ভূমির) সৎ-সাহসী ভুমিকায় ‘অবৈধ মাটি কাটা প্রায় অর্ধেকে নেমে এসেছে৷

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট :-কুসিল্লা জেলার বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাছান,সৎ সাহস নিয়ে প্রায় প্রতিদিন অবৈধ ড্রেজার ‘ বেকু ‘ ড্রামট্রাক বন্ধ করার জন্য মোবাইলকোর্ট পরিচালনা করে সাহসী ভুমিকা রাখার জন্য বরুড়া উপজেলার সর্বসাধারণ ধন্যবাদ জানিয়েছেন৷ উল্লেখ বরুড়া উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়ন ও বরুড়া পৌরসভার বিভিন্ন স্হানে ‘ একশ্রেনীর মাটিখেকো বালু মহাল আইন অমান্য করে অবৈধ ভাবে ড্রেজার ‘ বেকু দিয়ে মাটি কাটছে৷ এবং বরুড়া উপজেলার বিভিন্ন গ্রামিন রাস্তায় ধারন ক্ষমতার অতিরিক্ত লোড নিয়ে ড্রাম ট্রাক চলাচল করছে৷ যার ফলে বরুড়া উপজেলার শত শত কিলোমিটার রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে৷অথচ এসব রাস্তা নির্মাণ করতে সরকার প্রতিবছর শত শত কোটি টাকা ব্যয় করছে৷ আর এসব রাস্তা মাটিখেকোরা নিজেদের পকেট ভারী করার জন্য রাস্তাগুলো জনসাধারণের চলাচলের অযোগ্য করে ফেলছে৷

অপরদিকে বরুড়া উপজেলার হাজার হাজার একর ফসলী জমি নস্ঠ করে জমিগুলো খাল পুকুরে পরিনত করে ফেলছে৷ অন্যদিকে অনেক তিন ফসলী জমি ভরাট করছে৷ কোন প্রকার অনুমতি না নিয়ে কিংবা জমির শ্রেনী পরির্বতন না করে এসব জমি ভরাট করছে৷ অথচ সরকারের আইন অনুযায়ী কোন ফসলী ভরাট করতে হলে আইন অনুযায়ী জমির শ্রেনী পরিবর্তন করতে হয়৷ ইদানিং বরুড়া উপজেলার মাটি খেকোরা এখন দিনের বেলায় মাটি না কেটে রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত মাটি কেটে বিভিন্ন ইটের ভাটায় ড্রাম দিয়ে মাটি সরবরাহ করছে৷ এবং বিভিন্ন এলাকায় তিন ফসলী জমি ভরাট করছে৷ তবে গত ১মাসে বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোবাইল কোর্ট পরিচালনা করে৷ অনেক গুলো বেকু ‘ ড্রেজার ধংস করেন এবং কয়েক লক্ষ টাকা জরিমানা কারনে যার ফলে বরুড়ায় অবৈধ মাটি কাটা প্রায় অর্ধেকে নেমে এসেছে৷ পর্যবেক্ষক মহল মনে করেন ‘ বালুমহাল আইন অমান্যকারী মাটিখেকোদের বিরুদ্ধে এভাবে মোবাইলকোর্ট পরিচালনা অব্যাহত থাকলে বরুড়া উপজেলার হাজার হাজার একর ফসলী জমির ‘ অবৈধ ড্রেজার ও বেকু মেশিনে মাটি কাটা বন্ধ হবে৷ অপর দিকে জনসাধারণের চলাচলের রাস্তাগুলো কিছুটা হলেও ভালো থাকবে৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট