1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
খরমপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক আটক। শ্রীপুরে নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরির কারখানায় সাংবাদিকের উপর হামলা, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ। নেত্রকোনার পূর্বধলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও রাজনৈতিক কর্ম পরিকল্পনা নিয়ে বিএনপির কর্মী সভা। শাহরাস্তিতে চলাচলের রাস্তা প্রতিবন্ধকতা করে রাখা রাস্তা উন্মুক্ত করে দিলেন নির্বাহী অফিসার নিরুপম মজুমদার। কাজিপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই কাজিপুরে তেরশ শিক্ষার্থী পেলো ফলজ ও ওধুধি গাছের চারা। বিজয়নগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ ডাকাত সদস্য গ্রেপ্তার জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নেত্রকোনায় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালিত কাজিপুরে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত নারীদের জীবমান উন্নয়নে এডভোকেসি সভা কাজিপুরের চরাঞ্চলে গরুর লাম্পি স্কিন ভাইরাসের ভয়াবহ সংক্রমণ।

বিজয়নগরে ভিক্ষুক পরিবারকে অটোরিকশা প্রদান

  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভিক্ষুক, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কার্যক্রম এর আওতায় ব্যাটারি চালিত অটোরিকশা প্রদান করে এক ভিক্ষুককে একটি অটোরিকশা প্রদান করেছেন।

২০২৫ অর্থ বছরে উক্ত দপ্তরের অধীনে ও তরী বাংলাদেশ বিজয়নগর শাখার সদস্য সচিব সাংবাদিক আলমগীর হোসেন এর সার্বিক সহযোগীতার মাধ্যমে উপজেলার বুধন্তি ইউনিয়নের, আশ্রয়ন প্রকল্পের নাছিমা বেগম এর ছেলে মো: পলাশ মিয়াঁকে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের অর্থায়ানে ব্যাটারি চালিত অটোরিকশা প্রদান করেছেন।

১০ই মে ২০২৫ইং তারিখ রোজ শনিবার, দুপুর ১২ টায় অতিরিক্ত দায়িত্বে থাকা সমাজসেবা অফিসার রাকেশ পাল এর উপস্থিতিতে এ গাড়িটি পলাশের মায়ের হাতে অটোরিকশা ও চাবি তোলে দেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সাধনা এিপুরা।

অসহায় নাছিমা বেগম উপজেলা সাতগাঁও গ্রামের সম্ভ্রান্ত পুলিশ পরিবারের সদস্য। সময়ের বিবর্তনে পরিবারটি ভিক্ষাবৃত্তি শুরু করেন । নাছিমা বেগমের দুই ছেলের মধ্যে বড় ছেলে মানসিক ভারসাম্যহীন অবস্থায় গত ৮ বছর আগে নিখোঁজ হয়ে যান। স্বামী আরিছ মিঁয়াও শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ঘরে অবস্থান করছেন। ছোট ছেলে মোঃ পলাশ মিয়া দিনমজুরের কাজ করে সংসার চালাতে খুব কষ্ট হয়ে যায়। এরই মধ্যে সাংবাদিক আলমগীর হোসেন সার্বিক চেষ্টা করে সরকারি অনুদান ও আবাসনের ব্যবস্থা করেছেন। এ বিষয়ে সাংবাদিক আলমগীর বলেন বিদায়ী সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম, অতিরিক্ত দায়িত্বে থাকা বর্তমান সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল ও উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা এর আন্তরিক সহযোগিতায় একজন অসহায় পরিবারকে সাহায্য ও সহযোগিতা করতে পেরেছি।

এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল জানান, অসহায় ভিক্ষুক শনাক্ত করা খুবই চ্যালেঞ্জিং বিষয়, সাংবাদিক আলমগীর হোসেনের সার্বিক সহযোগিতায় সঠিক জায়গায় সরকারি অর্থ দিয়ে একজন ভিক্ষুক পরিবারকে পুনর্বাসন করতে পেরে আমি আনন্দিত। আমি আশা করব সকল সাংবাদিকরা নিঃস্বার্থভাবে সহযোগিতা করলে আমাদের কাজ করা সহজ হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা জানান, ভিক্ষাবৃত্তি সমাজে অসম্মানজনক কাজ, আমরা এই পরিবারটিকে অটো রিক্সাটি দিয়ে সহযোগিতা করেছি যাতে তার পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতে পারে। ভবিষ্যতে ওই পরিবারটি কোন সমস্যা হলে তাদের পাশে থাকব। সঠিক জায়গায় অর্থায়ন করতে পেরে ও সার্বিক সহযোগিতা করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট