কাজিপুর সোনামুখী কৃষক শ্রমিক লীগের আয়োজনে নির্বাচনী জনসভা
প্রকাশিত:
বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
৪৭৮
বার পড়া হয়েছে
অঞ্জনা স্টাফ রিপোর্টার:-
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা শ্রমিকলীগের আয়োজনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টা সোনামুখী সিএনজি স্ট্যান্ড চত্ত্বরে বিশাল নির্বাচনী জনসভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী তানভীর শাকিল জয় সংসদ সদস্য সিরাজগঞ্জ-১ কাজিপুর।
উপজেলা সিএনজি, ভডভডি, ইজিবাইক, আটোভ্যান, সহ সকল শ্রমিক লীগের
অংশ গ্রহণে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এমপি জয় বলেন,
আমার পিতা মোহাম্মদ নাসিম শ্রমিকদের কে খুব ভালবাসতেন। তাদের জন্য অনেক সুযোগ-সুবিধা করে দিয়ে গেছে, যার ফলপশু আমাদের ফোললেন রাস্তা। চরাঞ্চলের মত জায়গায় করেছেন পাকা রাস্তা। দিয়েছে বিদ্যুৎ, এর সকল কিছুই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সামনের নির্বাচনে নৌকায় ভোট চান তিনি। এছাড়া শ্রমিকদের সমস্যা নিরসনে কাজ করবেন বলেও আশ্বাস দেন। এ সময় তাদের কাছে সহযোগিতা ও চান তিনি।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধার রেফাস উদ্দিন মাস্টার, সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (মাষ্টার), উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মালেক, সহ শ্রমিক লীগের নেতাকর্মীরা।
Leave a Reply