1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেঘনার ভাওরখোলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: সাংবাদিকদের লেখালেখির পর অভিযুক্ত আটক বিজয়নগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কৃষিজমি রক্ষায় জিরো টলারেন্স: চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটায় লাখ টাকা দণ্ড” সোনাই নদীতে অবৈধ বাঁধ অপসারণে প্রশাসনের অভিযান আখাউড়ায় সনদহীন চিকিৎসা: নয়ন ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা। চৌদ্দগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে সুপারভাইজার নিহত। নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানঃ ৪৩ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বিজয়নগরে যুবলীগ নেতা কাউছার গ্রেপ্তার মেঘনার শিকিরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযান: ১৮০ পিস ইয়াবাসহ আটক ২ হ্যাভেন ৮৭ সোসাল অর্গানাইজেশনের উদ্দোগে কম্বল বিতরণ

কসবায় খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

 

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেছেন, দেশের রাজনৈতিক মোড়-ঘোরানো প্রতিটি সংকটময় সময়ে জিয়া পরিবার বীরোচিত ভূমিকা রেখেছে। তাদের সেই ত্যাগ ও সংগ্রামের কারণেই আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের হৃদয়ের স্পন্দনে পরিণত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে কাইমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার মধ্যপাড়া খেলার মাঠে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া।
কাইমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দীন আহমেদ খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, আখাউড়া পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আইয়ুম খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে তূর্যধ্বনি এবং গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা। দুঃসময় ও দমন-পীড়নের মধ্যেও তিনি সাহস, শক্তি ও আশার প্রতীক হয়ে জনগণকে নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আজীবন সংগ্রাম জাতির স্মৃতিতে চিরন্তন হয়ে থাকবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার কুশাসনের সময় জীবনবাজি রেখে তিনি জনগণের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও সুখে-দুঃখে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বেগম খালেদা জিয়া পরপারে চলে গেলেও তাঁর আদর্শ ও সংগ্রাম বিএনপির রাজনীতির প্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির দুঃসময়ের রাজনীতির কথা তুলে ধরে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, দলের চরম সংকটকালে নেতাকর্মীরা মাঠে ছিলেন এবং আগামীতেও ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। তিনি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে গণমুখী ও শক্তিশালী শক্তি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার মাগফিরাত, দেশের শান্তি-সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট