
আব্দুল্লাহ আল হৃদয়ঃ–
ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার আধিপত্যবাদবিরোধী সংগ্রাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) দুর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার শীর্ষ উলামা-মাশায়েখ সমর্থিত এবং বিএনপি–জমিয়ত জোট মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) সংসদীয় আসনের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবীব গভীর শ্রদ্ধার সঙ্গে বেগম খালেদা জিয়ার সাহসী ও আপোষহীন নেতৃত্বের কথা স্মরণ করেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে স্বৈরাচারবিরোধী আন্দোলন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আধিপত্যবাদবিরোধী সংগ্রাম এবং ভোটাধিকার রক্ষায় তাঁর অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন জাকির। এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু ইউসুফ মুন্সীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।