
কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজাকে সিরাজগঞ্জ ১ আসনের জন্যে( কাজিপুর ও সদরের চার ইউনিয়ন) দলীয় মনোনয়ন দিয়েছেন দলের হাই কমান্ড। আর মনোনয়ন ঘোষণার পরেই সেলিম রেজা তার ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার সুস্থতা কমানা করেছেন।
তিনি উল্লেখ করেছেন “ আমাদের গণতন্ত্রের মা আমাদের মা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ তা’আলা আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত সুস্থতা দান করুন, আমীন।
মহান আল্লাহ তা’আলার দরবারে কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ।
সিরাজগঞ্জ ১ (কাজিপুর ও সদর মেছড়া ছোনগাছা বাগবাটি রতনকান্দি) জাতীয় সংসদ নির্বাচনী এলাকার সকল জনগণ ও ভোটারগণ, সকল মা ভাই বোন বন্ধুরা, আমার দল বিএনপির তৃণমূল নেতাকর্মী সমর্থক, উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ আপনাদের সবার প্রতি রইলো আমার ছালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী ভাই-বোনদের প্রতি রইলো আমার গভীর শ্রদ্ধা ও ভালবাসা। গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি আমার নেতা বিএনপিরতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমার বাবা কাজিপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আফজাল হোসেন সরকারের প্রতি। তাদের রুহের মাগফেরাত কামনা করি। আল্লাহ তা’আলা উনাদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন, আমীন। ”
তিনি আরও লেখেন, “কৃতজ্ঞতা জ্ঞাপন করি তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের প্রতি। আরও কৃতজ্ঞতা জানাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্যার, আমাদের নেতা আমাদের রাজনৈতিক পারিবারিক অভিভাবক ইকবাল হাসান মাহমুদ টুকু চাচা, স্থায়ী কমিটির অন্যান্য সদস্যসহ দলের নীতিনির্ধারণী পর্যায়ের সকল নেতৃবৃন্দের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য আপনাদের সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই। সেইসাথে বিএনপি মনোনীত দলীয় প্রার্থী হিসেবে আপনারা আমার প্রতি যে আস্থা রেখেছেন আপনাদের সকলের সহযোগিতায় আপনাদের আস্থা বিশ্বাসের মর্যাদা যেন দিতে পারি, আপনাদের মুখ যেন উজ্জ্বল করতে পারি সেজন্য দোয়া চাই।
আশা রাখি সিরাজগঞ্জ ১ এর জনসাধারণ ও ভোটারবৃন্দ আমার পাশে থাকবেন এবং আপনাদের সমর্থন নিয়ে সংসদ সদস্য পদে জয়লাভ করে প্রথমবারের মতো এই আসন প্রিয় দল বিএনপিকে উপহার দিবো ইনশা আল্লাহ।”
একইসাথে তিনি সকল নেতাকর্মীদের কোনো প্রকার আনন্দমিছিল অথবা মিষ্টি বিতরণ না করার জন্য নির্দেশ দিয়েছেন।