দ্বীপক চন্দ্র সরকার, নেত্রকোণা:
নেত্রকোণা জেলার পুর্বধলা উপজেলায় গার্মেন্টস কর্মী কমলা খাতুনকে (২৬) হত্যার অভিযোগে নিজাম উদ্দিন (৩৩) নামের একজনকে মৃত্যুদন্ডে আদেশ এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৪ মে) বিকালে নেত্রকোণার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হাফিজুর রহমান এই রায় প্রদান করেন। মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামী হলেন, নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার আগিয়া গ্রামের মোঝ চাঁন মিয়ার ছেলে নিজাম উদ্দিন। কমলা খাতুন দুর্গাপুর উপজেলার বড়বাট্টা গ্রামের মাতাব উদ্দিনের কন্যা। মামলার এজাহার ও রায় থেকে জানা যায়, কমলা খাতুন বিবাহ বিচ্ছেদের পর গাজীপুর জেলার টংগী থানায় মিরা বাজার এলাকায় তার ছোট বোন চাম্পা খাতুনের সাথে থেকে একত্রে গার্মেন্টেসে চাকুরী করত। চাকুরিকৃত অবস্থায় বিভিন্ন জনের সাথে তার প্রতিনিয়ত মোবাইল ফোনে কথোপকথন চলতো। একদিন ভাতিজার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে নিখোঁজ হন। নিখোঁজের পরের দিন ২০২২ সনের ১৯ নভেম্বর বিকালে নেত্রকোণা জেলার পূর্বধলা থানার খলিসাউড়া ইউনিয়নের পাবই দাসপাড়া বালুচড়া বাজারের দক্ষিণ পাশে পাকা সড়কের কাছ থেকে কমলার লাশ উদ্ধার করে থানা পুলিশ। খবর পেয়ে তার বড় ভাই নিজাম উদ্দিন (৩৫) বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে পূর্বধলা থানায় মামলা দায়ের করেন। পুলিশ পিবিআই তদন্ত করে পুর্বধলা উপজেলার নিজাম উদ্দিনকে গ্রেফতার করে। তদন্ত শেষে পুলিশ ১ বছর পরে ২০২৩ সনের ৩১ আগস্ট আদালতে চার্জশিট প্রদান করে পিবিআই। বাদি বিবাদী উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণিত হওয়ায় নিজাম উদ্দিন কে গলায় রশি দ্ধারায় ফাসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করার আদেশ প্রদান করেন বিজ্ঞ বিচারক মোঃ হাফিজুর রহমান। মামলায় রাষ্ট্র প্রক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবুল হাসেম এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ।
Leave a Reply