1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
কেন্দুয়া সিএনজি স্টেন্ড এর ড্রাইভার কে গলা কেটে হত্যা। বিজয়নগরে জামিয়া খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসায় বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। নেত্রকোণায় ১ লাখ ৩৫ হাজার ৯ শত হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণঃ আমন আবাদে ব্যস্ত কৃষকরা। বিজয়নগরে ওলামা দলের নতুন আহ্বায়ক কমিটি গঠিত, শ্যামলকে অভিনন্দন। নেত্রকোণা সদর উপজেলার বিএডিসি ভবন ভাঙ্গার সময় ছাঁদ ধসে তিন শ্রমিক নিহত, আহত দুই। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি নুরুল হক নূরের বিজয়নগরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত। খালেদা জিয়ার জন্মদিনে বিজয়নগর বিআরডিবির দোয়া মাহফিল লেখক, শিক্ষাবিদ ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক যতীন সরকার এঁর মৃত্যু। চান্দুরা ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসংগঠনের উদ্যোগে ডাঃ রফিকুল ইসলামের জন্মদিন পালন

কলমাকান্দায় গণেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন

  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোণা:-নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুড়ার গণেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। দিনের বেলা বন্ধ থাকলেও মধ্যরাত থেকে ভোর পর‌্যন্ত চলে এই বালু উত্তোলন। দীর্ঘদিন ধরে এই নদীতে প্রশাসনের নজরদারি না থাকায় চক্রটি ব্যবহার করছে উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাকর্মীদের নাম। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই নদী থেকে বালু তোলার জন্য সরকারিভাবে কাউকে অনুমতি দেওয়া হয়নি। বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী ঘর-বাড়ি নদীতে বিলীন হয়ে যাওয়ার হুমকিতে রয়েছে। সোমবার রাতে ওই নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবর পেয়ে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। এসময় তিন ব্যক্তিকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন কর্মকান্ডে জড়াবে না মর্মে মুচলেকাও নেওয়া হয় তাদের কাছ থেকে। জরিমানাপ্রাপ্তরা হলেন, উপজেলার লেংগুরা ইউনিয়নের লেংগুরা এলাকার মৃত আব্দুল সাত্তার মড়লের ছেলে আব্দুল কাদির মড়ল (৫৫), চৈতানগর এলাকার মো. আজিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩২), লেংগুরা গ্রামের হাফাজ উদ্দিনের ছেলে আব্দুল হাসিম (৩৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গণেশ্বরী নদী থেকে খনন যন্ত্রের (বাংলা ড্রেজার) মাধ্যমে রাতের আঁধারে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। উত্তোলিত বালু প্রশাসন ও রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাকর্মীদের নাম ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় লরি ও ট্রাক যোগে পৌঁছে দিচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদুল হাসান বলেন, আমি এ উপজেলায় সদ্য যোগদান করেছি। গতকাল সোমবার খবর পেয়ে ওই নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করি। এ সময় উত্তোলিত বালু জব্দ ও অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট