নিজস্ব প্রতিনিধি, নেত্রকোণা:-নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুড়ার গণেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। দিনের বেলা বন্ধ থাকলেও মধ্যরাত থেকে ভোর পর্যন্ত চলে এই বালু উত্তোলন। দীর্ঘদিন ধরে এই নদীতে প্রশাসনের নজরদারি না থাকায় চক্রটি ব্যবহার করছে উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাকর্মীদের নাম। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই নদী থেকে বালু তোলার জন্য সরকারিভাবে কাউকে অনুমতি দেওয়া হয়নি। বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী ঘর-বাড়ি নদীতে বিলীন হয়ে যাওয়ার হুমকিতে রয়েছে। সোমবার রাতে ওই নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবর পেয়ে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। এসময় তিন ব্যক্তিকে ৫০ হাজার করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এমন কর্মকান্ডে জড়াবে না মর্মে মুচলেকাও নেওয়া হয় তাদের কাছ থেকে। জরিমানাপ্রাপ্তরা হলেন, উপজেলার লেংগুরা ইউনিয়নের লেংগুরা এলাকার মৃত আব্দুল সাত্তার মড়লের ছেলে আব্দুল কাদির মড়ল (৫৫), চৈতানগর এলাকার মো. আজিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৩২), লেংগুরা গ্রামের হাফাজ উদ্দিনের ছেলে আব্দুল হাসিম (৩৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গণেশ্বরী নদী থেকে খনন যন্ত্রের (বাংলা ড্রেজার) মাধ্যমে রাতের আঁধারে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। উত্তোলিত বালু প্রশাসন ও রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাকর্মীদের নাম ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় লরি ও ট্রাক যোগে পৌঁছে দিচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদুল হাসান বলেন, আমি এ উপজেলায় সদ্য যোগদান করেছি। গতকাল সোমবার খবর পেয়ে ওই নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করি। এ সময় উত্তোলিত বালু জব্দ ও অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত