1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহা সড়কে জনতার ঢল। কেন্দুয়া সিএনজি স্টেন্ড এর ড্রাইভার কে গলা কেটে হত্যা। বিজয়নগরে জামিয়া খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসায় বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। নেত্রকোণায় ১ লাখ ৩৫ হাজার ৯ শত হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণঃ আমন আবাদে ব্যস্ত কৃষকরা। বিজয়নগরে ওলামা দলের নতুন আহ্বায়ক কমিটি গঠিত, শ্যামলকে অভিনন্দন। নেত্রকোণা সদর উপজেলার বিএডিসি ভবন ভাঙ্গার সময় ছাঁদ ধসে তিন শ্রমিক নিহত, আহত দুই। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি নুরুল হক নূরের বিজয়নগরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত। খালেদা জিয়ার জন্মদিনে বিজয়নগর বিআরডিবির দোয়া মাহফিল লেখক, শিক্ষাবিদ ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক যতীন সরকার এঁর মৃত্যু।

কুমিল্লায় ফসলি জমি থেকে এক যুবকের লাশ উদ্ধার।

  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট

কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে লালমাই থানা পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ভুশ্চি মুজিবনগর এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম ফারুক হোসেন (৩২)। তিনি ভুশ্চি মুজিবনগর এলাকার মো. জয়নাল আবেদিনের ছেলে। পেশায় অটোরিকশা চালক ফারুকের দেড় বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল (১৭ নভেম্বর) রাতে আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফসলি জমিতে ফেলে পালিয়ে যায়। নিহতের হাত ও পায়ের রগ কাটা ছিল এবং শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৯টার দিকে গ্রামের এক ব্যক্তি ফসলি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ফারুকের বাবা-মা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। এসময় নিহতের নিথর দেহ দেখে আত্মীয়-স্বজন কান্নায় ভেঙে পড়েন।

গ্রামবাসীরা জানান, ফারুক কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি।

নিহত ফারুকের মা জানান, গতকাল (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফারুক নিজ দোকানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে আর বাড়ি ফেরেনি। রাতভর খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। এসময় ফারুকের মা অভিযোগ করেন, আশিক এবং শাকিল নামে দুই ব্যক্তির কাছে তার ছেলে টাকা পেতেন বলে তিনি সন্দেহ করছেন।

লালমাই থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। শিগগিরই হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। ফারুকের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট