1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোনীত বিজয়নগরে ৩১ দফা বাস্তবায়ন ও শ্যামলের জনসভা সফল করার লক্ষ্যে ডালফায় প্রস্তুতি সভা। কাজিপুরে  শিক্ষার্থীর অভিভাবকের হাতে শিক্ষক লাঞ্ছিত-শিক্ষার্থীদের বিক্ষোভ কাজিপুরে মেঘাই উচ্চ বিদ্যালয়ের গাছের নিলাম অনুষ্ঠিত সিরাজগঞ্জের কাজীপুরে  বিএনপির শীতবস্ত্র বিতরণ চেক জালিয়াতি মামলায় নেত্রকোণা কেন্দুয়ায় যুবক গ্রেফতার অফিস ‘নিয়ন্ত্রণে’ দলিল লেখক সমিতির নেতা কাইয়ুম: সাব-রেজিস্ট্রারের উপস্থিতিতে সাংবাদিক লাঞ্ছিত তথ্য চাইতেই রোষানলে সাংবাদিক নেতা: সিও নিজামের বিরুদ্ধে মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ। নেত্রকোণায় তারুণ্যের উৎসব -২৫ উপলক্ষ্যে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত। বিজয়নগরের সাপুটিয়া বিলে দুর্বৃত্তদের দাপট: দিশেহারা বৈধ ইজারাদার, আদালতে মামলা ও প্রশাসনিক হস্তক্ষেপের আকুতি

বরুড়ার গালিমপুরে হামলা ও ভাংচুরের অভিযোগ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার,

কুমিল্লা জেলার বরুড়ার গালিমপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী গালিমপুর (মজুমদার বাড়ি) মৃত নিত্যরঞ্জন মজুমদারের ছেলে ভুপাল মজুমদারে সাক্ষরিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ই ডিসেম্বর বেলা এগারটার দিকে অভিযোকারীর নিজ বাড়িতে তার প্রতিবেশী মৃত আলী আহমেদের ছেলে জয়নাল আবদিন ও তার ছেলে জাকারিয়া স্থানীয়দের দেন দরবারেের তোয়াক্কা না করে গালিমপুর মৌজাস্থ সাবেক ৬৪৩, হাল ১২৬০/২০৯৬ দাগে ৩৬ শতক, সাবেক ৬৪৫, হাল ২০৯৩ দাগে ০৫ শতক, একুনে ৪১ শতক ঘটনাস্থল বসত বাড়ির সম্পত্তি অভিযোগী ভুপাল মজুমদার ও অভিযোগের সাক্ষী কৃঞ্চ রঞ্জন মজুমদার পৈতৃক সূত্রে মালিক হইয়া বাড়ী ঘর নির্মান করলে গাছপালা রোপন করা সহ গাছপালা রোপন করিয়া দেওয়াল বেষ্টিত অংশে ভোগ দখলে আছেন। এ সময় অভিযোগ সূত্রে আরো জানা যায়, অভিযুক্তরা অভিযোগ কারীর দেওয়ালের উত্তর পশ্চিমাংশে অবস্থিত, অভিযোগ কারী ও তার দুই ভাই চাকুরী সুবাধে স্বপরিবারে কর্মস্থলে অবস্থান করায় অভিযুক্তরা দূর্লোভের বশীভুত হইয়া অভিযোগপত্রের ১ম সাক্ষী কৃঞ্চ রঞ্জন মজুমদার তার স্ত্রী রিভা রাণী মজুমদার কে অভিযোগ কারীর মালিকীয় পুকুরে আসা যাওয়া বাধা দেয়, বাধা উপেক্ষা করে কৃঞ্চ রঞ্জন মজুমদার তার স্ত্রী রিভা রাণী মজুমদার প্রতিবাদ করলে তাদের বিভিন্ন হুমকী ধামকী প্রদান করে অভিযুক্তরা এবং তারা ০৭ই ডিসেম্বর বেলা এগারটার দিকে অভিকারীর সম্পত্তিতে জোরপূর্বক সিমেন্টের পিলার বসাতে থাকে। পরবর্তীতে এলাকার মানুষের সহযোগিতায় কৃঞ্চ রঞ্জন মজুমদার তার স্ত্রী রিভা রাণী মজুমদার পিলার গুলো উঠিয়ে নেয়। তবে গত ২৬শে ডিসেম্বর সকাল ০৭টায় পূনরায় অভিযুক্তরা অজ্ঞাতনামা আরো ১০/১৫ জন মানুষ দলবদ্ধ হয়ে অভিকারীর বহু আগে নির্মিত বাড়ির দেয়াল ভাংচুর করে আনুমানিক এক লক্ষ দশ হাজার টাকার ক্ষতি করে এবং এ সময় অভিযোগের সাক্ষী কৃঞ্চ রঞ্জন মজুমদারকে বিভিন্ন হুমকী ধামকী প্রদান করে অভিযুক্তরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট