স্টাফ রিপোর্টার,
কুমিল্লা জেলার বরুড়ার গালিমপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী গালিমপুর (মজুমদার বাড়ি) মৃত নিত্যরঞ্জন মজুমদারের ছেলে ভুপাল মজুমদারে সাক্ষরিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ই ডিসেম্বর বেলা এগারটার দিকে অভিযোকারীর নিজ বাড়িতে তার প্রতিবেশী মৃত আলী আহমেদের ছেলে জয়নাল আবদিন ও তার ছেলে জাকারিয়া স্থানীয়দের দেন দরবারেের তোয়াক্কা না করে গালিমপুর মৌজাস্থ সাবেক ৬৪৩, হাল ১২৬০/২০৯৬ দাগে ৩৬ শতক, সাবেক ৬৪৫, হাল ২০৯৩ দাগে ০৫ শতক, একুনে ৪১ শতক ঘটনাস্থল বসত বাড়ির সম্পত্তি অভিযোগী ভুপাল মজুমদার ও অভিযোগের সাক্ষী কৃঞ্চ রঞ্জন মজুমদার পৈতৃক সূত্রে মালিক হইয়া বাড়ী ঘর নির্মান করলে গাছপালা রোপন করা সহ গাছপালা রোপন করিয়া দেওয়াল বেষ্টিত অংশে ভোগ দখলে আছেন। এ সময় অভিযোগ সূত্রে আরো জানা যায়, অভিযুক্তরা অভিযোগ কারীর দেওয়ালের উত্তর পশ্চিমাংশে অবস্থিত, অভিযোগ কারী ও তার দুই ভাই চাকুরী সুবাধে স্বপরিবারে কর্মস্থলে অবস্থান করায় অভিযুক্তরা দূর্লোভের বশীভুত হইয়া অভিযোগপত্রের ১ম সাক্ষী কৃঞ্চ রঞ্জন মজুমদার তার স্ত্রী রিভা রাণী মজুমদার কে অভিযোগ কারীর মালিকীয় পুকুরে আসা যাওয়া বাধা দেয়, বাধা উপেক্ষা করে কৃঞ্চ রঞ্জন মজুমদার তার স্ত্রী রিভা রাণী মজুমদার প্রতিবাদ করলে তাদের বিভিন্ন হুমকী ধামকী প্রদান করে অভিযুক্তরা এবং তারা ০৭ই ডিসেম্বর বেলা এগারটার দিকে অভিকারীর সম্পত্তিতে জোরপূর্বক সিমেন্টের পিলার বসাতে থাকে। পরবর্তীতে এলাকার মানুষের সহযোগিতায় কৃঞ্চ রঞ্জন মজুমদার তার স্ত্রী রিভা রাণী মজুমদার পিলার গুলো উঠিয়ে নেয়। তবে গত ২৬শে ডিসেম্বর সকাল ০৭টায় পূনরায় অভিযুক্তরা অজ্ঞাতনামা আরো ১০/১৫ জন মানুষ দলবদ্ধ হয়ে অভিকারীর বহু আগে নির্মিত বাড়ির দেয়াল ভাংচুর করে আনুমানিক এক লক্ষ দশ হাজার টাকার ক্ষতি করে এবং এ সময় অভিযোগের সাক্ষী কৃঞ্চ রঞ্জন মজুমদারকে বিভিন্ন হুমকী ধামকী প্রদান করে অভিযুক্তরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত