আবদুল্লাহ আল হৃদয়ঃ ব্রাক্ষণ বাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দ পুর বি জি বি ক্যাম্পের নায়ক সুবেদার আবুল কালাম আজাদ এর নেতৃত্বে সংগীয় পোর্স নিয়ে গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে জিহাদ নামের একজনকে ৪ কেজি গাজাসহ আটক করে আজ ১৪-১০-২০২৪ইং তারিখ দুপুর ২ টার সময়।জিহাদ ভৈরবের। আবুল কালাম আজাদ জানান জিহাদ তার বডির মধ্যে বিশেষ কায়দায় পিটিংকরে মুকুন্দ পুর রেল স্টেশন দিয়ে দেশের বিভিন্ন জেলায় পাচার করে।আবুল কালাম আজাদ আরও জানান মাদকের বিরুদ্দে আমাদের অভিযান চলবে।উক্ত মাদক পাচারকারি জিহাদ বিজয় নগর থানায় সোপর্দ করে মামলার করার জন্য প্রস্ততি চলছে।
Leave a Reply