অন্জনা স্টাফ রিপোর্টার- সিরাজগঞ্জের কাজিপুরে শহিদ এম মনসুর আলী স্মৃতি ভলিবল খেলার শুভ উদ্বোধন হয়েছে।আজ
শুক্রবার (২ফেব্রুয়ারি ) বিকেলে উপজেলার সোনামুখী হাই স্কুল মাঠে ভলিবল খেলার ভার্চুয়ালি উদ্বোধন করেন সংসদ সদস্য তানভীর শাকিল জয়।উদ্বোধনী খেলায় শেরপুর গুড মর্নিং ভলিবল ক্লাব বনাম সাতটিকরি ভলিবল ক্লাব অংশ নেয়। প্রতিযোগিতায় জয় পেয়েছ শেরপুর গুড মর্নিং, ভুলভাল ক্লাব । তারা ১০০ – ৮৮- পয়েন্টের ব্যবধানে সাতটিকরি ভলিবল ক্লাব কে পরাজিত করে।
সোনামুখী নবজাগরনী ক্রীড়া সংঘের আয়োজনে অনুষ্ঠিত এই খেলাটি পরিচালনা করেন, নবজাগরণী ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু তালেব। নকআউট পদ্ধতির এই খেলায় আটটি দল অংশ নিচ্ছে।
যুবসমাজকে মাদক এবং সন্ত্রাসমুক্ত রাখা এবং মহান মুক্তিযুদ্ধ ও ভাষা শহিদদের সম্পর্কে যুবকদের জানানোর জন্যেই ভাষার মাসে প্রতিবছর এই খেলার আয়োজন করা হয় বলে জানান অতিরিক্ত চিপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু তালেব।
খেলার ধারা বর্ণণায় ছিলেন সহকারি অধ্যাপক ও সাংবাদিক আব্দুল জলিল এবং সোনামুখী ইউনিয়ন আ.লীগের যুগ্ন সম্পাদক আনোয়ারুল ইসলাম অরুন। সার্বিক সহযোগিতায় ছিলেন খেলা কমিটির সভাপতি ইউনুস উদ্দিন সাধারণ সম্পাদক পলাশ বাবু রনি এসময় উপস্থিত ছিলেন সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, ব্যাংক এশিয়ার চেয়ারম্যান শহিদুল ইসলাম, আনিসুর রহমান অনুকুল, আকতার হোসেন, আব্দুর বারী নান্নু, ছোটন, খায়রুল ইসলাম, আনোয়ার হোসেন মাহমুদুল, তারেক প্রমূখ।
Leave a Reply