
আবদুল্লাহ আল হৃদয়ঃ–
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শন করেছেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাছিবুর রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নূরুল হুদা সরকার, উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর, বিআরডিবির চেয়ারম্যান এইচ এম জহিরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে ক্ষয়ক্ষতির চিত্র ঘুরে দেখেন অতিথিরা এবং মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। মাদ্রাসার সভাপতি মাওলানা আবদুল কাদের জানান, গত ৭ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে পাহাড়পুর মদিনাতুল আউলিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে মাদ্রাসার কোরআন শরিফ, কিতাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া টিনশেড ঘরটির ওপরের অংশের বেশ কিছু টিন নষ্ট হয়। এতে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও এতিম শিশুদের আবাসন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
ইউএনও হাছিবুর রহমান ক্ষতিগ্রস্ত মাদ্রাসার প্রতি সমবেদনা জানিয়ে প্রয়োজনীয় সরকারি সহায়তার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে বলে আশ্বাস দেন। একই সঙ্গে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যক্তিগত ও সাংগঠনিক উদ্যোগে মাদ্রাসাটির পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।