
বরুড়া প্রতিনিধি
কুমিল্লার বরুড়া বাজারে সোহেল রানা (২৫) নামে এক সেলুন ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) সকালে বরুড়া বাজারের তাজমহল হোটেলের দক্ষিণ পাশে অবস্থিত তাঁর নিজ সেলুন দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সকালে দোকানে চুল কাটতে আসা স্থানীয় কয়েকজন কাস্টমার সেলুনটির শাটার তালাবিহীন অবস্থায় বন্ধ দেখতে পান। পরে শাটার খুলে ভেতরে ঢুকে সোহেল রানাকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখে বাজারের ব্যবসায়ীরা পুলিশকে খবর দেন।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মঙ্গলবার রাতে সেলুনে কাজ করার সময় অনেকের সঙ্গেই সোহেল রানাকে দেখা গেছে। তবে কাজ শেষে তিনি বাড়িতে ফেরেননি। ধারণা করা হচ্ছে, তিনি রাতেই দোকানের ভেতরে অবস্থান করছিলেন।
খবর পেয়ে বরুড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেলুন দোকান থেকে সোহেল রানার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।