
স্টাফ রিপোর্টার —
নির্বাচনী পরিবেশে অসৌজন্যমূলক আচরণের বিরুদ্ধে ভোটারদের ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির নেত্রী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। মঞ্চ ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ তুলে ধরলেও তিনি কোনো নির্দিষ্ট দল বা প্রার্থীর নাম উল্লেখ করেননি।
এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে রুমিন ফারহানা বলেন, গণতান্ত্রিক দেশে সহনশীলতা ও সৌজন্যবোধ বজায় রেখেই রাজনীতি করতে হবে। নির্বাচনী আচরণে যারা অশালীনতা করছে, জনগণ তাদের উপযুক্ত জবাব দেবে ভোটের মাধ্যমেই।
সভায় তিনি অরুয়াইল চিত্রা নদীর ওপর একটি সেতু নির্মাণ এবং এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের ব্যাপক পরিকল্পনার কথা তুলে ধরেন। রুমিন ফারহানা বলেন, “আমি এমপি থাকাকালীন এই সেতু নির্মাণের জন্য আবেদন করেছিলাম। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে এই সড়ক, সেতু ও কালভার্টের কাজ সম্পন্ন করব।”
তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশে কোনো দুর্নীতি, চাঁদাবাজি কিংবা বালু ব্যবসাকে প্রশ্রয় দেওয়া হবে না। নিরীহ মানুষকে টাকা দিয়ে মিথ্যা মামলায় জড়ানোর সংস্কৃতি বন্ধ করতে হবে।”
এ সময় তিনি উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।