1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেঘনার ভাওরখোলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: সাংবাদিকদের লেখালেখির পর অভিযুক্ত আটক বিজয়নগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কৃষিজমি রক্ষায় জিরো টলারেন্স: চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটায় লাখ টাকা দণ্ড” সোনাই নদীতে অবৈধ বাঁধ অপসারণে প্রশাসনের অভিযান আখাউড়ায় সনদহীন চিকিৎসা: নয়ন ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা। চৌদ্দগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে সুপারভাইজার নিহত। নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানঃ ৪৩ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বিজয়নগরে যুবলীগ নেতা কাউছার গ্রেপ্তার মেঘনার শিকিরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযান: ১৮০ পিস ইয়াবাসহ আটক ২ হ্যাভেন ৮৭ সোসাল অর্গানাইজেশনের উদ্দোগে কম্বল বিতরণ

প্রশাসনের মানবিক মুখ: হোমনায় শীতার্তদের পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও শহিদুল ইসলাম

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

মোঃ এমরান হোসেন রিটন উত্তর জেলা প্রতিনিধি

 

“মানুষ মানুষের জন্যই”—এই মানবিক দর্শনকে বাস্তবে রূপ দিয়ে প্রশাসনের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করেছেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলাম। কনকনে হাড়কাঁপানো শীতের রাতে যখন মানুষ উষ্ণতার খোঁজে লেপ-কম্বলের আশ্রয়ে ঘরে বন্দি, ঠিক তখনই অসহায় ও শীতার্ত মানুষের পাশে ছুটে যান এই মানবিক কর্মকর্তা।
ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে গভীর রাতে শহরের অলিগলি, বাজারের ফুটপাত, সেতুর নিচে আশ্রয় নেওয়া ছিন্নমূল মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দিয়ে তিনি স্থাপন করেছেন মানবতার এক অনন্য দৃষ্টান্ত। এতে একদিকে যেমন অসহায় মানুষের মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি, অন্যদিকে তেমনি সর্বমহলে প্রশংসিত হয়েছে প্রশাসনের মানবিক উদ্যোগ।
জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় হোমনা উপজেলার ৬০টি মাদ্রাসা ও এতিমখানায় মোট ২ হাজার ১৮টি কম্বল বিতরণ করা হয়েছে। পাশাপাশি সরাসরি শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝেও কম্বল বিতরণ করেন ইউএনও মো. শহিদুল ইসলাম।
স্থানীয়রা জানান, একজন সরকারি কর্মকর্তার এমন মানবিক ও সরাসরি মাঠপর্যায়ের উদ্যোগ সচরাচর দেখা যায় না। তারা বলেন, ইউএনও শহিদুল ইসলাম শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, তিনি একজন প্রকৃত মানবিক মানুষ। তার এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুল ইসলাম, মো. মোশারফ হোসেন, মো. সাইদুল ইসলাম, ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলাম বলেন,
“দেশজুড়ে শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়েছে। সাধারণ মানুষ বিশেষ করে দরিদ্র ও ছিন্নমূলরা চরম কষ্টে দিন কাটাচ্ছেন। সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা চাহিদার তুলনায় কম। তাই সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদের এগিয়ে এসে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।”
ইউএনওর এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসার জোয়ার তুলেছে এবং শীতার্ত মানুষের জন্য এনে দিয়েছে কিছুটা স্বস্তি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট