
আবদুল্লাহ আল হৃদয়ঃ–
বাংলাদেশের তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া (রহ.)-এর ইন্তেকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত শোক সভা সফল করার লক্ষ্যে বিজয়নগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টা থেকে চম্পকনগর কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর এবং সঞ্চালনা করেন সাঈদ খোকন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলা দলসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় তৃণমূলের কর্মী-সমর্থক এবং ধর্মপ্রাণ জনসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া (রহ.)-এর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপসহীন ভূমিকা এবং দেশের জন্য অবদানের কথা স্মরণ করেন। পরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সভা শেষে আগামীকাল অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির শোক সভা ও কর্মসূচি সফল করতে বিজয়নগর উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির শোক সভায় যোগ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।