
আবদুল্লাহ আল হৃদয়ঃ-
১৪ /১১/২০২৫ ইং তারিখে বিজয়নগর উপজেলার আউলিয়া বাজারে ঘটে গেলো এক হৃদয়বিদারক ঘটনা। মোটরসাইকেল আর অটোর সামান্য সংঘর্ষ—যা সাধারণত কয়েকটি কথা বা একটু বোঝাপড়ার মাধ্যমে সমাধান হওয়ার কথা—সেই তুচ্ছ বিষয়টিই মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নিলো।
চোখের সামনেই সংঘর্ষের পর মোটরসাইকেলচালক রাগে উন্মত্ত হয়ে হাতে থাকা ছোট কাটের লাঠি দিয়ে অটোচালককে আঘাত করেন। ক্ষণিকের মধ্যেই নিস্তেজ হয়ে পড়েন অটোচালক। হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
নিহত অটোচালকের বাড়ি চাঁনপুর। পরিচয়ে তিনি তোতা চৌকিদারের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনকারী মানুষটির এমন আকস্মিক মৃত্যুতে শোকের সাগরে ভাসছে তাঁর পরিবার ও স্থানীয়রা। এলাকার মানুষ বলছেন—“এ রকম তুচ্ছ ঘটনায় যদি প্রাণ যায়, তাহলে সমাজে শান্তি কোথায়?”
একটি ছোট ভুল বোঝাবুঝি, একটু ধৈর্যহীনতা—এভাবেই মুহূর্তে কেড়ে নিলো একটি পরিবারের সুখের ভরসা।
মানুষের জীবনের মূল্য কি এতটাই কমে গেছে? তুচ্ছ বিষয় নিয়ে রক্তগরম হয়ে ওঠা আমাদের সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে? আজ আবারও প্রশ্ন রেখে গেলো আউলিয়া বাজারের এই মর্মান্তিক ঘটনাটি।
মানুষ হিসেবে মানবিকতা আর ধৈর্যের জায়গাটা ফিরিয়ে আনতে হবে—নইলে এমন ঘটনা আরও ঘটবে, আমরা হারাবো আরও অনেক প্রিয় মানুষ।