জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার),
নেত্রকোণা:
দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের জেরে বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক মহিউদ্দিনের ওপর হামলা ও প্রকাশ্যে নির্মমভাবে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোনা জেলা শাখা। এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সত্য প্রকাশের কারণে সাংবাদিকদের উপর হামলা, গ্রেফতার ও মিথ্যা মামলায় জড়ানো একটি ন্যাক্কারজনক ঘটনা। অবিলম্বে সাংবাদিক মহিউদ্দিনের উপর হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান তারা। পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারেরও জোর দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের মাধ্যমে দুর্নীতি ও অনিয়ম ঢাকার চেষ্টা কোনোভাবেই সফল হবে না। সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এ ধরনের ঘটনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।