জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার),নেত্রকোণা:
নেত্রকোণা উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য় ধাপ)-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নেত্রকোণা এই মৌলিক প্রশিক্ষণের আয়োজন করে।
জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবু সাঈদ, খালিয়াজুরী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং ট্রেনিং এ্যাডজুট্যান্ট অজিত কুমার ঘোষ প্রমূখ।
প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হচ্ছে দেশের সর্ববৃহৎ সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনীর সদস্যরা শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তাসহ দেশের প্রয়োজনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। আনসার ও ভিডিপির সদস্যরা অতন্দ্র প্রহরীর মতো
দায়িত্বশীল ভূমিকা পালন করায় সর্বশেষ হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উৎসব মূখর ও আনন্দঘন পরিবেশে পালন করতে পেরেছে। আমি আশা করি, আনসার ও ভিডিপির সদস্যরা মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বলেন, আনসার ও ভিডিপির এই মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে সদস্যরা স্বল্প মেয়াদী মোতায়েন হয়ে সরকার প্রদত্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণ ১৮ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে।