1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
আশুগঞ্জের বেহাল সড়ক পরিদর্শনে এসে যানজটে আটকালেন সড়ক উপদেষ্টা ফাওজুল কবির খান। পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা। দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। নেত্রকোণা উপজেলা/ থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য় ধাপ) এর উদ্বোধন। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ: উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁ,সি,র দাবি নেত্রকোণা গণমাধ্যম কর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। নেত্রকোণা কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু। নেত্রকোণা খালিয়াজুড়ির হাওরে ট্রলারে ডাকাতিঃ ৫ ভরি স্বর্ণ ও ১৭০ ভরি রুপা লুট বিজয়নগরে পূজাশেষে মদের পার্টি: দুইজনের মৃত্যু, দুইজন আশঙ্কাজনক স্থানীয় সমাজে শোকের ছায়া, উঠছে নানান প্রশ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ: উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁ,সি,র দাবি

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া শাখা।
রবিবার (৫ অক্টোবর) শহরের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও হেফাজত নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের তিতাসপাড় এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় যে সহিংসতা ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, তার মূল মদদদাতা ছিলেন তৎকালীন সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। তারা বলেন, “নিরপরাধ আলেম-উলামা ও সাধারণ মুসল্লিদের ওপর পরিকল্পিত হামলা, গ্রেপ্তার ও নির্যাতনের দায় এড়াতে পারেন না তিনি।”
বক্তারা আরও বলেন, “আমরা ন্যায়বিচার চাই, নির্দোষদের রক্তের বদলা চাই। যাদের নির্দেশে ও প্ররোচনায় এত নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, তাদের আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।”
বিক্ষোভ মিছিলে হেফাজতে ইসলামের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো শহরজুড়ে এ সময় উত্তেজনা বিরাজ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
উল্লেখ্য, ২০২১ সালের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক সহিংসতা সংঘটিত হয়। সরকারি-বেসরকারি স্থাপনা, রেলস্টেশন, থানাসহ বহু স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়। সে সময় বেশ কয়েকজন নিহত ও শতাধিক আহত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট