1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে সেনা ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত তিন মাদক কারবারি আটক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা। নেত্রকোণা কেন্দুয়ায় শামীমের হ*ত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ড.হিলালীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল। আশুগঞ্জের বেহাল সড়ক পরিদর্শনে এসে যানজটে আটকালেন সড়ক উপদেষ্টা ফাওজুল কবির খান। পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা। দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। নেত্রকোণা উপজেলা/ থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য় ধাপ) এর উদ্বোধন। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ: উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁ,সি,র দাবি নেত্রকোণা গণমাধ্যম কর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

নবীনগরে পুলিশ হেফাজতে তরুণের মৃত্যু: এসআই গ্রেপ্তার, নির্যাতনের অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া, ২৫ সেপ্টেম্বর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশ হেফাজতে আব্দুল্লাহ (২৩) নামের এক তরুণের মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, তাকে অবৈধভাবে পাঁচ দিন আটকে রেখে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. মহিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সুপার এহতেশামুল হক জানান, রোববার সন্ধ্যায় উপজেলার সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ বাঞ্ছারামপুর উপজেলার তেজখালি ইউনিয়নের বাহেরচর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।

মামলা দায়ের ও গ্রেপ্তার:
সোমবার বিকালে এসআই মহিম উদ্দিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয় এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আব্দুল্লাহর বড় ভাই বাদী হয়ে এসআই মহিম উদ্দিনসহ চারজনের নামসহ অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলার অন্য আসামিরা হলেন- সলিমগঞ্জের বাড়াইলের তবি মিয়া (৩৪), আল আমিন (৩২) এবং বাঞ্ছারামপুরের আয়নাল হক (৩০)।

ঘটনার আদ্যোপান্ত:
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সলিমগঞ্জের তবি মিয়ার বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় তবি মিয়ার এক আত্মীয় নবীনগর থানায় অভিযোগ করেন। এরপর ২৩ সেপ্টেম্বর সকালে তবি মিয়ার নেতৃত্বে ২০-২৫ জন আব্দুল্লাহকে চোর সন্দেহে সলিমগঞ্জ বাজারের অটোরিকশা স্ট্যান্ডের সামনে থেকে আটক করেন।

প্রথমে আব্দুল্লাহকে রাস্তায় এবং পরে তবি মিয়ার বাড়িতে নিয়ে গণপিটুনি ও নির্যাতন করা হয়। পরবর্তীতে তাকে সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মাহিম উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়। আব্দুল্লাহকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পুলিশ ক্যাম্পে নেওয়া হলেও, এসআই মাহিম উদ্দিন বিষয়টি কাউকে না জানিয়ে আব্দুল্লাহকে অবৈধভাবে আটকে রাখেন।

নির্যাতনের অভিযোগ ও মৃত্যু:
আব্দুল্লাহর চাচাতো ভাই শাকিল মিয়া অভিযোগ করেন, মিথ্যা চুরির অভিযোগে তার ভাইকে গণপিটুনি দেওয়া হয়েছে। তার পায়ে সুঁই ঢুকানো হয়েছে, প্লাস দিয়ে কপালে চামড়া তোলা হয়েছে এবং সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পে আটকে রেখে নির্যাতন করা হয়েছে।

পুলিশ হেফাজতে থাকাকালীন আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েন। রোববার বিকালে তাকে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়, যেখানে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহর মৃত্যু হয়।

পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, “আব্দুল্লাহকে ক্যাম্পে অবৈধভাবে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল বলে ধারণা করছি। বিভিন্ন সময় তাকে চিকিৎসা দেওয়ার সিসি ক্যামেরার ফুটেজ আমাদের কাছে আছে। আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।”

এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট