আবদুল্লাহ আল হৃদয়ঃ-
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা ও লক্ষীপূজা উপলক্ষে টানা নয় দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময়ে স্থল শুল্ক স্টেশনের কার্যক্রম এবং ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে পরবর্তী মঙ্গলবার (৭ অক্টোবর) পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। নয় দিন বন্ধ থাকার পর ৮ অক্টোবর (বুধবার) থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি চালু হবে।
আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান বলেন,
“শারদীয় দুর্গাপূজা ও লক্ষীপূজা উপলক্ষে নয় দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমসের কার্যক্রম সচল থাকবে। যাত্রীসেবা নিশ্চিত করতে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি।”
একইসঙ্গে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার জানান,
“পূজার সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।”
দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর আখাউড়া মূলত শতভাগ রপ্তানিমুখী বন্দর। প্রতিদিন এখান থেকে বরফায়ীত মাছ, সিমেন্ট, ভোজ্য তেলসহ নানান পণ্য রপ্তানি হয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। পরবর্তীতে এগুলো সরবরাহ করা হয় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে।
অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ স্থলবন্দরের টানা নয় দিন বন্ধ থাকায় উভয় দেশের ব্যবসা-বাণিজ্যে সাময়িক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পূজা শেষে বাণিজ্য আবারও স্বাভাবিক নিয়মে চলবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।