
ডেক্স রিপোর্ট
কুমিল্লার বরুড়া উপজেলার ৫টি ইউনিয়নের ভুমি অফিসে কর্মরত কর্মচারীদের বিষয়ে সম্প্রতি একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে তারা ২০১৬ সাল থেকে বিনা বেতনে কাজ করে আসছেন।এ প্রসংগে ভুমি অফিসে কর্মরত এক কর্মচারী জানান ‘ আমাদেরকে ১৪ সালে জেলা প্রসাশক মহোদয় নিয়োগ দিয়েছেন । কিন্তু আমরা ১৬ সাল থেকে কোন বেতন ভাতা না পওয়ায় আমরা আদালতে মামলা দায়ের করেছি৷ মামলা চলমান অবস্থায় রয়েছে৷ আমাদের পক্ষে রায় হয়েছে কিন্তুু মামলার রায় বাস্তবায়ন না করায় আমরা আরও একটি কন্টেন্ট মামলা দায়ের করেছি৷ সে মামলাও চলমান রয়েছে৷ তাইৃ আমরা মামলা চুড়ান্ত রায় না হওয়ায় আমরা স্ব স্ব স্হানে কর্মরত রয়েছি৷ আমাদের ন্যায্য পারিশ্রমিক পাওয়ার আসায়৷ আমরা সারাদেশ কর্মরত সকল শ্রমিকগন সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট আকুল আবেদন করছি আমরা নিয়মিত আমাদের দায়িত্ব পালন করে আসছি ‘ অতচ আমারা বেতন ভাতা পাচ্ছিনা ৷ আমারা বেতন না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি৷ এবং আমাদের প্রায় সকলের চাকরির বয়স শেষ৷ তাই আমারা সরকারের নিকট দাবি জানাচ্ছি আমাদের পরিবার পরিজন নিয়ে বাঁচতে দিন৷ পরিশেষে সকল সাংবাদিক ভাইদের নিকট অনুরোধ করছি দয়া৷ আমাদের সবকিছু জেনে আমাদের পাশে দাড়ান৷ পরিশেষে সকরকারের নিকট আমাদের আকুল আবেদন ‘ আমাদের সমস্যার দিকে নজর দিন ‘ আমাদের কে বাচাঁন৷ তাদের নিয়োগ সংক্রান্ত ও মামলার কাগজপত্র সংযুক্ত করা হলো।