1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
তিতাসে প্রাণিসম্পদ বিপ্লবের বার্তা: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে বর্ণাঢ্য র‍্যালী ও প্রদর্শনীর জমকালো উদ্বোধন বিজয়নগরে ‘টেইলার মিজান গ্রেফতারে এলাকায় মিষ্টি বিতরণ সিরাজগন্কাজের কাজীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন সিরাজগঞ্জের কাজীপুরে নিলামে বিক্রি হলো সাড়ে ১৭ মেঃ টন চাল বরুড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী: গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণের স্পন্দন বিজয়নগরে ৩১ দফা বাস্তবায়ন ও ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের জনসভা সফল করতে বিশাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নেত্রকোণায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোনীত বিজয়নগরে ৩১ দফা বাস্তবায়ন ও শ্যামলের জনসভা সফল করার লক্ষ্যে ডালফায় প্রস্তুতি সভা। কাজিপুরে  শিক্ষার্থীর অভিভাবকের হাতে শিক্ষক লাঞ্ছিত-শিক্ষার্থীদের বিক্ষোভ

বিজয়নগরে আলোচিত তাহেরীসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরীসহ ১৬ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি দায়ের করেছেন হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভূঁইয়া।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৬ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে বিজয়নগরের ডাকবাংলো মোড়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জসনে জুলুস চলাকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য দেওয়া হয়। এ বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বলে অভিযোগ করা হয়।
মামলাটি গত ৮ সেপ্টেম্বর (সোমবার) বিজয়নগর থানায় রেকর্ড করা হয়। এতে দৌলতবাড়ি দরবার শরীফের পীর ও জাতীয় মিলাদ কমিটির চেয়ারম্যান শাহ সূফী সৈয়দ নাঈম উদ্দিন আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফয়েজিয়া দরবার শরীফের পীর মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরী, চান্দুরা পাক দরবার শরীফের পীর আক্তারুজ্জামান ছিদ্দিকীসহ আরও অনেকে আসামির তালিকায় রয়েছেন।
এ ঘটনায় বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে বিজয়নগর থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার ৩ নম্বর আসামি শ্রীপুর গ্রামের মো. জাকির হোসেন জাক্কু (৫৫) এবং ১৩ নম্বর আসামি ইছাপুর গ্রামের মো. হুমায়ুন মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃত দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”
এ মামলার কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট