1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে দারুল কোরআন টাইটেল মাদ্রাসায় হাফেজদের পাগড়ি প্রদান মাহফিল অনুষ্ঠিত মেঘনার ভাওরখোলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: সাংবাদিকদের লেখালেখির পর অভিযুক্ত আটক বিজয়নগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কৃষিজমি রক্ষায় জিরো টলারেন্স: চৌদ্দগ্রামে অবৈধ মাটি কাটায় লাখ টাকা দণ্ড” সোনাই নদীতে অবৈধ বাঁধ অপসারণে প্রশাসনের অভিযান আখাউড়ায় সনদহীন চিকিৎসা: নয়ন ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা। চৌদ্দগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে সুপারভাইজার নিহত। নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানঃ ৪৩ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী আটক বিজয়নগরে যুবলীগ নেতা কাউছার গ্রেপ্তার মেঘনার শিকিরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযান: ১৮০ পিস ইয়াবাসহ আটক ২

বিজয়নগরে মিথ্যা সংবাদের বিরুদ্ধে আব্দুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

 

১ সেপ্টেম্বর ২০২৫: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক। আজ সোমবার বিকেল ৬টায় বিজয়নগর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে নিজের অবস্থান তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে আব্দুল হক অভিযোগ করে বলেন, সাংবাদিক পরিচয়ে কামরুল ইসলাম শান্ত নামের এক ব্যক্তি তার কাছে এক লক্ষ টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তি তার বিরুদ্ধে বানোয়াট সংবাদ প্রকাশ করে সম্মানহানির চেষ্টা করছেন।
আব্দুল হক জানান, কয়েকদিন আগে কামরুল ইসলাম শান্ত তাকে ফোন করে একটি অভিযোগের বিষয়ে দেখা করতে বলেন। শারীরিকভাবে অসুস্থতার কারণে তিনি দেখা করতে অপারগতা প্রকাশ করলে, শান্ত পুনরায় ফোন করে টাকা দাবি করেন। এ সময় আব্দুল হক টাকার কারণ জানতে চাইলে, শান্ত এলাকার ভুটান প্রবাসী ও আওয়ামী লীগ নেতা অলি আহাদের একটি ফোন রেকর্ডের কথা উল্লেখ করে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন।
তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এআই অ্যাপস ব্যবহার করে ভুয়া ফোন রেকর্ড তৈরি করে প্রচার চালানো হচ্ছে। এর ফলে তিনি ও তার পরিবার সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আব্দুল হক দৃঢ়ভাবে বলেন, “আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা রেকর্ড তৈরি করে আমাকে হয়রানি করা হচ্ছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই।”
আব্দুল হক আরও দাবি করেন, জাতীয়তাবাদী দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে প্রতিপক্ষ মহল ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি এই মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট