1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
তিতাসে প্রাণিসম্পদ বিপ্লবের বার্তা: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে বর্ণাঢ্য র‍্যালী ও প্রদর্শনীর জমকালো উদ্বোধন বিজয়নগরে ‘টেইলার মিজান গ্রেফতারে এলাকায় মিষ্টি বিতরণ সিরাজগন্কাজের কাজীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন সিরাজগঞ্জের কাজীপুরে নিলামে বিক্রি হলো সাড়ে ১৭ মেঃ টন চাল বরুড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী: গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণের স্পন্দন বিজয়নগরে ৩১ দফা বাস্তবায়ন ও ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের জনসভা সফল করতে বিশাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে নেত্রকোণায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোনীত বিজয়নগরে ৩১ দফা বাস্তবায়ন ও শ্যামলের জনসভা সফল করার লক্ষ্যে ডালফায় প্রস্তুতি সভা। কাজিপুরে  শিক্ষার্থীর অভিভাবকের হাতে শিক্ষক লাঞ্ছিত-শিক্ষার্থীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত।

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকালে জেলা বিএনপির উদ্যোগে কেক কাটা, আনন্দ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১টায় স্থানীয় জেলা পরিষদ চত্বরে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালিটি লোকনাথ দিঘী ময়দানে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। এছাড়া সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সিনিয়র সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, এবিএম মুমিনুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজমসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি এ দেশের গণমানুষের দল। প্রতিষ্ঠার পর থেকে দলটি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অবিরাম সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বক্তারা আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন। কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি ও প্রাণবন্ত আলোচনা সভার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট