1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোনীত বিজয়নগরে ৩১ দফা বাস্তবায়ন ও শ্যামলের জনসভা সফল করার লক্ষ্যে ডালফায় প্রস্তুতি সভা। কাজিপুরে  শিক্ষার্থীর অভিভাবকের হাতে শিক্ষক লাঞ্ছিত-শিক্ষার্থীদের বিক্ষোভ কাজিপুরে মেঘাই উচ্চ বিদ্যালয়ের গাছের নিলাম অনুষ্ঠিত সিরাজগঞ্জের কাজীপুরে  বিএনপির শীতবস্ত্র বিতরণ চেক জালিয়াতি মামলায় নেত্রকোণা কেন্দুয়ায় যুবক গ্রেফতার অফিস ‘নিয়ন্ত্রণে’ দলিল লেখক সমিতির নেতা কাইয়ুম: সাব-রেজিস্ট্রারের উপস্থিতিতে সাংবাদিক লাঞ্ছিত তথ্য চাইতেই রোষানলে সাংবাদিক নেতা: সিও নিজামের বিরুদ্ধে মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ। নেত্রকোণায় তারুণ্যের উৎসব -২৫ উপলক্ষ্যে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত। বিজয়নগরের সাপুটিয়া বিলে দুর্বৃত্তদের দাপট: দিশেহারা বৈধ ইজারাদার, আদালতে মামলা ও প্রশাসনিক হস্তক্ষেপের আকুতি

জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি নুরুল হক নূরের

  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৩৬৫ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূর আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের সহযোগী রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান।
নূর বলেন, “ফ্যাসিবাদ নিষিদ্ধ হলেও তার দোসরদের আস্ফালন এখনো দেখা যায়। গত ১৬ বছর আওয়ামী লীগের ফ্যাসিবাদ টিকিয়ে রেখেছিল ১৪ দলের শরীকরা। তাদের অন্যতম ছিল জাতীয় পার্টি।” তিনি আরও বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও জাতীয় পার্টির কার্যক্রম চলছে, যা বন্ধ করতে হবে।” অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দোসরদের নির্বাচনের আগেই নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।”
রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে নুরুল হক নূর বলেন, “শুধু নির্বাচন বা কাউকে এমপি-মন্ত্রী বানানোর জন্য এই আন্দোলন নয়। ছাত্রজনতা জীবন দিয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য।” তিনি জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়ে বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি এই সরকারকেই দিতে হবে এবং নির্বাচনের আগেই তা বাস্তবায়ন করতে হবে।” তাঁর প্রস্তাবনায় পরবর্তী নির্বাচন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থায় এবং উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা উল্লেখ করেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেন।
এই গণসমাবেশ আয়োজনের পূর্বে, গণঅধিকার পরিষদ জানিয়েছিল যে তারা ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনেই প্রার্থী দেবে এবং এই সমাবেশ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট