1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
বরুড়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ বৃক্ষ   রোপন ও বিতরণ। অখণ্ড বিজয়নগর রক্ষার দাবিতে জেলা প্রশাসককে গণস্বাক্ষর স্মারকলিপি প্রদান। বিজয়নগরে স্বর্ণালংকার চুরি, তিন চোর গ্রেফতার ও মালামাল উদ্ধার। বিজয়নগরে ইউএনও’র নেতৃত্বে সরকারি খাস জায়গায় নির্মাণাধীন অবৈধ দোকান উচ্ছেদ। বিজয়নগরে সীমানা বিভক্তির প্রতিবাদে মহাসড়ক অবরোধ। কাজিপুরে আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে অর্থ ও ঢেউটিন বিতরণ। ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মো. উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ড: আহত শিক্ষার্থীদের পাশে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল নানা আয়োজনে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে জুলাই পুনর্জাগরণ উৎসব পালিত। বিজয়নগরে লম্পট পিতার বিরুদ্ধে নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পিতা আটক বিজয়নগরে জুলাই বিপ্লবের শহীদ ওমরের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

অখণ্ড বিজয়নগর রক্ষার দাবিতে জেলা প্রশাসককে গণস্বাক্ষর স্মারকলিপি প্রদান।

  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

অখণ্ড বিজয়নগর রক্ষার চলমান আন্দোলনের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর গণস্বাক্ষরসহ স্মারকলিপি প্রদান করেছে উপজেলার সর্বদলীয় পরিষদ। দশই আগস্ট, দুই হাজার পঁচিশ ইং রোজ রবিবার বিকাল ৩টায় বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নের শতাধিক নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক কার্যালয়ে এই স্মারকলিপি জমা দেন।
সর্বদলীয় পরিষদের আহ্বায়ক এডভোকেট ইমাম হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মাওলানা আফজাল হোসেন, ডাক্তার রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য নুরুল হুদা সরকার, মুহাম্মদ জাকির হোসেন শাহ আলম, ইঞ্জিনিয়ার এনামুল হক, রাষ্টু সরকার, আবদুল মান্নান, হুমায়ুন কবির ভূইয়া, মুহাম্মদ মোর্শেদ, ফরিদ মেম্বার, শ্রমিক দলের আবদুল কাদির, রাকিব হাজারী, নুরুল হক, মন মিয়া, মুহাম্মদ আলী, চান্দুরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, সোহাগ খন্দকার, সাবদুলসহ প্রায় দেড় শতাধিক নেতাকর্মী।
স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। এ সময় সর্বদলীয় পরিষদের আহ্বায়ক এডভোকেট ইমাম হোসেন বলেন, “বিজয়নগরের অখণ্ডতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। কোনো ষড়যন্ত্রই বিজয়নগরকে বিভক্ত করতে পারবে না। জনগণের এই দাবি না মানা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
যুগ্ম আহ্বায়ক মাওলানা আফজাল হোসেন বলেন, “আমরা আন্দোলনে বিশ্বাসী। কিন্তু আমাদের দাবি উপেক্ষা করা হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
ডাক্তার রফিকুল ইসলাম বলেন, “বিজয়নগরের ভৌগোলিক ও প্রশাসনিক অখণ্ডতা বজায় রাখা এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি। আমরা আশা করি কর্তৃপক্ষ জনগণের এই সেন্টিমেন্টের প্রতি সম্মান দেখাবেন।”
এছাড়াও বক্তব্য রাখেন শাহ আলমসহ আগত অন্যান্য নেতৃবৃন্দ। তারা বিজয়নগরের ঐতিহ্য ও একতা ধরে রাখতে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে জানান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মারকলিপিটি গ্রহণ করা হয় এবং বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এই স্মারকলিপি প্রদানকে কেন্দ্র করে জেলা প্রশাসক চত্বরে সাময়িক উত্তেজনা থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট