1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোনীত বিজয়নগরে ৩১ দফা বাস্তবায়ন ও শ্যামলের জনসভা সফল করার লক্ষ্যে ডালফায় প্রস্তুতি সভা। কাজিপুরে  শিক্ষার্থীর অভিভাবকের হাতে শিক্ষক লাঞ্ছিত-শিক্ষার্থীদের বিক্ষোভ কাজিপুরে মেঘাই উচ্চ বিদ্যালয়ের গাছের নিলাম অনুষ্ঠিত সিরাজগঞ্জের কাজীপুরে  বিএনপির শীতবস্ত্র বিতরণ চেক জালিয়াতি মামলায় নেত্রকোণা কেন্দুয়ায় যুবক গ্রেফতার অফিস ‘নিয়ন্ত্রণে’ দলিল লেখক সমিতির নেতা কাইয়ুম: সাব-রেজিস্ট্রারের উপস্থিতিতে সাংবাদিক লাঞ্ছিত তথ্য চাইতেই রোষানলে সাংবাদিক নেতা: সিও নিজামের বিরুদ্ধে মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ। নেত্রকোণায় তারুণ্যের উৎসব -২৫ উপলক্ষ্যে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত। বিজয়নগরের সাপুটিয়া বিলে দুর্বৃত্তদের দাপট: দিশেহারা বৈধ ইজারাদার, আদালতে মামলা ও প্রশাসনিক হস্তক্ষেপের আকুতি

বিজয়নগরে উত্তেজনাপূর্ণ ফাইনাল শেষে সবুজ তরুন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন।

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নামল “ফ্রিজ, টিভি ফুটবল টুর্নামেন্ট”-এর। ২৭ জুলাই ২০২৫ তারিখে উপজেলার চান্দুরা খেলার মাঠে অনুষ্ঠিত এই ফাইনালে সবুজ তরুন স্পোর্টিং ক্লাব ৪-২ গোলে আবেদ আলী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের আয়োজনে, উক্ত খেলা উপভোগ করতে মাঠের চারপাশে হাজার হাজার দর্শক ভিড় জমান।
চান্দুরা সূর্য তরুণ সমাজ কল্যাণ সংঘ ও সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা জহিরুল হাসান (রয়েল) ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খেলার সভাপতিত্ব করেন মুহাম্মদ তারা মিয়া।
আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা বিআরডিবির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছায়েদ খন্দকার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও বিজয়নগর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এইচ এম জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মনসুর আলী, বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল্লাহ আল হৃদয়, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলী রহমান, যুবদলের আলী হোসেন, নুরুল ইসলাম সর্দার, সভা চান মিয়া, মুহাম্মদ মন মিয়া, হাবুল মিয়া, উসমান গনি রাজা এবং মুহাম্মদ রিপন মিয়াসহ আশপাশের বিভিন্ন গ্রামের হাজার হাজার দর্শক বৃন্দ।
খেলার প্রথমার্ধ থেকেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। টানটান উত্তেজনার মধ্য দিয়ে সবুজ তরুন স্পোর্টিং ক্লাব চারটি গোল করে নিজেদের অবস্থান শক্ত করে। দ্বিতীয়ার্ধে আবেদ আলী স্পোর্টিং ক্লাব দুটি গোল করে খেলায় ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৪-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সবুজ তরুন স্পোর্টিং ক্লাব।
খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুহাম্মদ আনচর আলী এবং রেফারির দায়িত্বে ছিলেন এস এম ফকরিয়া স্যার। খেলার ধারাবিবরণীতে ছিলেন লিটন দেব নাথ ও মিজানুর রহমান।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট