1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
জননেতা ইন্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের ঐকান্তিক প্রচেষ্টায় অবসান হতে যাচ্ছে বিজয়নগরের জনদুর্ভোগ বিজয়নগরে সেনা ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত তিন মাদক কারবারি আটক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা। নেত্রকোণা কেন্দুয়ায় শামীমের হ*ত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ড.হিলালীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল। আশুগঞ্জের বেহাল সড়ক পরিদর্শনে এসে যানজটে আটকালেন সড়ক উপদেষ্টা ফাওজুল কবির খান। পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা। দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। নেত্রকোণা উপজেলা/ থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য় ধাপ) এর উদ্বোধন। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ: উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁ,সি,র দাবি

বিজয়নগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার, ১৬ জুলাই ২০২৫ ইং, সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরা। শুরুতে শহীদের স্মরনে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে এই দিনটি বাংলাদেশে প্রথমবার রাষ্ট্রীয়ভাবে ‘জুলাই শহীদ দিবস’ ও শোক দিবস হিসেবে পালিত হচ্ছে। এ উপলক্ষে আয়োজিত সভায় দিবসটির তাৎপর্য ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
কৃষিবিদ জিয়াউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর কবির, ওয়াসি আজাদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
সভায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহসিন আহমেদ ভূঁইয়া, সদস্য সচিব জাকির হোসেন শাহ আলম, জামায়াতে ইসলামীর আমির আবু সাঈদ সরকার, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন এবং ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ ও এনসিপির প্রতিনিধিবৃন্দ।
সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হৃদয় এবং প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি সারুয়ার হাজারী।
বক্তারা ‘জুলাই শহীদ দিবস’ এর প্রেক্ষাপট তুলে ধরে বলেন, গত বছরের এই দিনে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ হন আবু সাঈদ, যার আত্মত্যাগের মধ্য দিয়ে ছাত্র-জনতার আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নেয়। তারা এই দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য সরকারকে ধন্যবাদ জানান এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা বলেন, “জুলাই শহীদ দিবস আমাদের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বেদনাবিধুর দিন। এই দিনের আত্মত্যাগ নতুন প্রজন্মকে বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগাবে।” তিনি সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আলোচনা সভা সমাপ্ত করেন।
সব শেষে উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা জয়নাল আবেদীন বিশেষ মোনাজাত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট