1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোনীত বিজয়নগরে ৩১ দফা বাস্তবায়ন ও শ্যামলের জনসভা সফল করার লক্ষ্যে ডালফায় প্রস্তুতি সভা। কাজিপুরে  শিক্ষার্থীর অভিভাবকের হাতে শিক্ষক লাঞ্ছিত-শিক্ষার্থীদের বিক্ষোভ কাজিপুরে মেঘাই উচ্চ বিদ্যালয়ের গাছের নিলাম অনুষ্ঠিত সিরাজগঞ্জের কাজীপুরে  বিএনপির শীতবস্ত্র বিতরণ চেক জালিয়াতি মামলায় নেত্রকোণা কেন্দুয়ায় যুবক গ্রেফতার অফিস ‘নিয়ন্ত্রণে’ দলিল লেখক সমিতির নেতা কাইয়ুম: সাব-রেজিস্ট্রারের উপস্থিতিতে সাংবাদিক লাঞ্ছিত তথ্য চাইতেই রোষানলে সাংবাদিক নেতা: সিও নিজামের বিরুদ্ধে মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ। নেত্রকোণায় তারুণ্যের উৎসব -২৫ উপলক্ষ্যে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত। বিজয়নগরের সাপুটিয়া বিলে দুর্বৃত্তদের দাপট: দিশেহারা বৈধ ইজারাদার, আদালতে মামলা ও প্রশাসনিক হস্তক্ষেপের আকুতি

বিজয়নগরে বর্ণাঢ্য আয়োজনে ‘অভিযান’-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘অভিযান’-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত এই সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘অভিযান’-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি এবং মাসিক সূর্য শপথ পত্রিকার সম্পাদক, সাংবাদিক সারোয়ার হাজারী পলাশ। তিনি তার বক্তব্যে ‘অভিযান’-এর দীর্ঘ ২৩ বছরের পথচলায় শিক্ষা, স্বাস্থ্য ও জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোস্তাফিজুল কবীর, জেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান খান ওমর, উপজেলা শিক্ষা অফিসার স্বর্ণ জিৎ দেব, উপজেলা সমবায় অফিসার রোবিনা আক্তার, বিজয়নগর থানার এসআই শফিক, বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হৃদয়, প্রেসক্লাব বিজয়নগরের দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসাঈন, অ্যাডভোকেট মোঃ ছানা উল্লাহ, শাহজালাল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান শাহ মোঃ শামসুজ্জামান এবং ইসলামপুর আলহাজ্ব শফিকুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম হাজারী উজ্জল।
বক্তারা ‘অভিযান’-এর সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। আলোচনা সভা শেষে অতিথিদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।
পরে দুপুর ২টায় ‘অভিযান’ সেন্টারে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এই অধিবেশনে ‘অভিযান’ স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিক্ষার্থীরা হামদ, নাত, গজল, ইসলামি সংগীত, দেশাত্মবোধক গান ও নৃত্যে অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পাশাপাশি অংশগ্রহণকারী সকলকেই সান্ত্বনামূলক পুরস্কার প্রদান করা হয়। এছাড়া, মেধা যাচাই পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানের শেষাংশে লোকসংগীত পরিবেশন করেন গ্রাম বাংলার জনপ্রিয় বাউল শিল্পী অন্ধ সোহেল।
এ সময় অনুষ্ঠানে অতিথি, সাংবাদিক, ‘অভিযান’-এর সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ‘অভিযান’ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট