1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
আশুগঞ্জের বেহাল সড়ক পরিদর্শনে এসে যানজটে আটকালেন সড়ক উপদেষ্টা ফাওজুল কবির খান। পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা। দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। নেত্রকোণা উপজেলা/ থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য় ধাপ) এর উদ্বোধন। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ: উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁ,সি,র দাবি নেত্রকোণা গণমাধ্যম কর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। নেত্রকোণা কেন্দুয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু। নেত্রকোণা খালিয়াজুড়ির হাওরে ট্রলারে ডাকাতিঃ ৫ ভরি স্বর্ণ ও ১৭০ ভরি রুপা লুট বিজয়নগরে পূজাশেষে মদের পার্টি: দুইজনের মৃত্যু, দুইজন আশঙ্কাজনক স্থানীয় সমাজে শোকের ছায়া, উঠছে নানান প্রশ্ন

আখাউড়ার খড়মপুরে প্রতিবন্ধী শিশুর পর এবার স্কুল বারান্দা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার।

  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুর এলাকা থেকে একদিনে দুটি অজ্ঞাতনামা লাশ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫ ইং তারিখ সকালে খড়মপুর কেল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ের বারান্দা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে একই এলাকা থেকে ধর্ষণের পর হত্যার শিকার এক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করা হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে খড়মপুর কেল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ের বারান্দায় আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি। বৃদ্ধের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই খড়মপুর এলাকা থেকে উদ্ধার করা হয় ধর্ষণের পর হত্যার শিকার এক প্রতিবন্ধী শিশুর লাশ। পরপর দুটি লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “একই দিনে দুটি অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। দুটি লাশই ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধের মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। অন্যদিকে, প্রতিবন্ধী শিশুটিকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।”
একই এলাকা থেকে একদিনের ব্যবধানে দুটি লাশ, বিশেষ করে একজন প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের পর হত্যার মতো নৃশংস ঘটনায় খড়মপুরসহ পুরো আখাউড়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট