1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
শাহরাস্তিতে চলাচলের রাস্তা প্রতিবন্ধকতা করে রাখা রাস্তা উন্মুক্ত করে দিলেন নির্বাহী অফিসার নিরুপম মজুমদার। কাজিপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই কাজিপুরে তেরশ শিক্ষার্থী পেলো ফলজ ও ওধুধি গাছের চারা। বিজয়নগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ ডাকাত সদস্য গ্রেপ্তার জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নেত্রকোনায় স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি পালিত কাজিপুরে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত নারীদের জীবমান উন্নয়নে এডভোকেসি সভা কাজিপুরের চরাঞ্চলে গরুর লাম্পি স্কিন ভাইরাসের ভয়াবহ সংক্রমণ। কাজিপুরে ৭ পিচ মোবাইল ফোনসেট সহ চোরের সর্দার গ্রেপ্তার। শাহরাস্তির ইউএনও নিগার সুলতানার বদলী স্থগিত করনের দাবীতে মানববন্ধন। বিজয়নগরে কৃষি ও গ্রামীণ রূপান্তরে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত।

বিজয়নগরে কৃষি ও গ্রামীণ রূপান্তরে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-ব্রাহ্মণবাড়িয়ার

বিজয়নগরে কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক রূপান্তর আনার লক্ষ্যে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সরকারের ২০২৪-২৫ অর্থবছরের আওতায় বাস্তবায়নাধীন ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে এই কংগ্রেসের আয়োজন করা হয়।

বুধবার (২৫ জুন, ২০২৫) সকাল ১০টায় বিজয়নগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ আয়োজনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা কৃষি অফিসার জিয়াউল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো. কাজী মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার উপ-পরিচালক ড. মোস্তফা ইমরান হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. কাজী মুজিবুর রহমান বলেন, “বর্তমান সরকার কৃষির আধুনিকীকরণ এবং কৃষকদের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। ‘পার্টনার’ প্রোগ্রামটি সেই উদ্যোগেরই একটি অংশ। এর মাধ্যমে আমরা পুষ্টি নিরাপত্তা, নতুন উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি মাঠ পর্যায়ে ছড়িয়ে দিয়ে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে চাই।” তিনি এই প্রোগ্রামের সফল বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ব্রাহ্মণবাড়িয়া তথা কুমিল্লা অঞ্চলের কৃষির সম্ভাবনা অনেক। ‘পার্টনার’ প্রোগ্রামের সঠিক বাস্তবায়নের মাধ্যমে বিজয়নগরের কৃষকরা আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত বাজারজাতকরণ এবং কৃষি উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে প্রয়োজনীয় সকল সহযোগিতা পাবেন।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার জিয়াউল ইসলাম বিজয়নগরে এই প্রোগ্রাম বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
দিনব্যাপী এই কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, নতুন কৃষি উদ্যোক্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্রোগ্রামের বিভিন্ন বিষয় নিয়ে অতিথিদের সাথে মতবিনিময় করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কংগ্রেসের মাধ্যমে ‘পার্টনার’ প্রোগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট