1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ছিনতাইয়ের অভিযোগ বিজয়নগরে অস্বচ্ছল প্রবাসী পরিবারদের পাশে প্রবাসী কল্যাণ সংগঠন। আওয়ামী লীগের ১৭ বছর আলেম ওলামাগণ নির্যাতনের শিকার ছিলেন- সেলিম রেজা। বিজয়নগরে উত্তেজনাপূর্ণ ফাইনাল শেষে সবুজ তরুন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন। ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি ধর্মঘট: দ্বিতীয় দিনেও জনদুর্ভোগ চরমে। কাজিপুরে বিএনপির সদস্য নবায়ন উপলক্ষে আলোচনা সভা বিজয়নগরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নেত্রকোণা বারহাট্টা উপজেলা সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান খান রিজভীর ইন্তেকাল। দাউদপুর হাজীপুর সুন্নীয়া আলীয়া মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর প্রতিবাদ সভা রাষ্ট্রীয় শোকের দিনে চম্পকনগর মডেল উচ্চ বিদ্যালয়ে পতাকা উত্তোলন না করায় তীব্র সমালোচনা।

বিজয়নগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল: ট্রাইবেকারে শিরোপা জিতলো মাধবপুর তুহিন ফুটবল একাডেমি।

  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়:-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল খেলা। ২১ জুন ২০২৫, শনিবার বিকেলে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ফাইনালে রুপসী বাংলা যুব স্পোর্টিং ক্লাবকে ট্রাইবেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাধবপুর তুহিন ফুটবল একাডেমি।
লাখো দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ছিল খেলার মাঠ। বিকেল ৪টায় শুরু হওয়া এই ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকে। খেলার ফলাফল নির্ধারণের জন্য ম্যাচটি ট্রাইবেকারে গড়ালে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় মাধবপুর তুহিন ফুটবল একাডেমি।
চান্দুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ,
সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন,
সহ-সভাপতি এবি এম মমিনুল হক, আলহাজ্ব মিজানুর রহমান,
সহ-সভাপতি জসিম উদ্দিন রিপন,
সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা, মোহাম্মদ নুরুল হুদা সরকার,
জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন মাহমুদ,
বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন,
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম,
নবজাগরণ দলের জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি এ এইচ এম গোলাম জহির,
বিআরডিবির চেয়ারম্যান জহিরুল ইসলাম,
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শহিদুল ইসলাম,
বিআরডিবির ভাইস চেয়ারম্যান ছায়েদ খন্দকার,
চান্দুরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন আলমগীর, সহ-সভাপতি আরজু মেম্বার, সহ-সভাপতি হুমায়ূন কবির ভূঁইয়া, ছায়েদ মেম্বার, ফরিদ মেম্বার, সাধারণ সম্পাদক আলী ইমরান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দিন, আলী রহমান, লুৎফর রহমান, হেবজু খান, সোহাগ খন্দকার, আবু তাহের, হাবুল মিয়া, আবুল কাসেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদলসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। নুরুল হক নিয়াজ, মোস্তাক আহমেদ শাহীন, সাবদুলের যৌথ সঞ্চালনায়,
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, খেলাধুলা যুবসমাজকে অবক্ষয় থেকে রক্ষা করে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, যুবসমাজকে মাঠে ফিরিয়ে আনতে হবে।” তিনি চান্দুরা ইউনিয়ন বিএনপির মতো বিজয়নগরের প্রতিটি ইউনিয়নে এমন ক্রীড়া আয়োজনের আহ্বান জানান এবং দাউদপুর খেলার মাঠের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে জেলার সকল উপজেলাকে নিয়ে একটি “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট” আয়োজনের ঘোষণাও দেন।
খেলা শেষে বিজয়ী দল মাধবপুর তুহিন ফুটবল একাডেমির হাতে পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। সবশেষে, সভাপতি আলহাজ্ব আবদুল হকের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট