1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
নেত্রকোণা সদর উপজেলার বিএডিসি ভবন ভাঙ্গার সময় ছাঁদ ধসে তিন শ্রমিক নিহত, আহত দুই। জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি নুরুল হক নূরের বিজয়নগরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত। খালেদা জিয়ার জন্মদিনে বিজয়নগর বিআরডিবির দোয়া মাহফিল লেখক, শিক্ষাবিদ ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক যতীন সরকার এঁর মৃত্যু। চান্দুরা ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসংগঠনের উদ্যোগে ডাঃ রফিকুল ইসলামের জন্মদিন পালন বিজয়নগরে প্রযুক্তি নির্ভর যুবশক্তি গড়ার প্রত্যয়ে যুব দিবস উদযাপিত। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিজয়নগরে মানববন্ধন:গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগ। বরুড়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ বৃক্ষ   রোপন ও বিতরণ। অখণ্ড বিজয়নগর রক্ষার দাবিতে জেলা প্রশাসককে গণস্বাক্ষর স্মারকলিপি প্রদান।

ছাত্রশিবির কেন্দুয়া থানা শাখার নতুন সভাপতি সালাউদ্দিন আইয়ুবী ও সেক্রেটারি মো. কিরণ হোসেন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, নেত্রকোণা:-

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি কেন্দুয়া থানা শাখার ২০২৫ সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সদ্য ঘোষিত কমিটিতে সালাউদ্দিন আইয়ুবী সভাপতি এবং মো. কিরণ হোসেন সেক্রেটারি হিসেবে দায়িত্ব লাভ করেন।
২ জুন, সোমবার এক অনাড়ম্বর আয়োজনে এই মনোনয়ন প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেত্রকোনা জেলা শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. রেজুয়ান খান।
মনোনয়ন প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের লক্ষ্য জান্নাতুল ফেরদৌস। এ পথে চলতে হলে আত্মশুদ্ধি, জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। আমাদের আদর্শিক নেতৃত্বের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। যেখানে কুরআন ও সুন্নাহই হবে পথ নির্দেশক। তিনি আরও বলেন, শুধু নেতৃত্ব পাওয়াই শেষ কথা নয়। বরং আদর্শিক দৃষ্টিভঙ্গি, আত্মউন্নয়ন এবং দেশপ্রেম নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের প্রধান কর্তব্য। আমাদেরকে হতে হবে সৎ, দক্ষ ও আত্মনিবেদিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দুয়া থানা সেক্রেটারি সাইফুল ইসলামসহ শিবির ও জামায়াতের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
নবনির্বাচিত সভাপতি সালাউদ্দিন আইয়ুবী ও সেক্রেটারি মো. কিরণ হোসেন দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমরা শিবিরের আদর্শকে ধারণ করে একটি দক্ষ, আদর্শিক ও গতিশীল নেতৃত্ব দিতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের ওপর অর্পিত দায়িত্ব আমরা নিষ্ঠা ও আত্মত্যাগের মাধ্যমে পালন করব ইনশাআল্লাহ।
উল্লেখ্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেশের অন্যতম আদর্শ ভিত্তিক ছাত্র সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা, দাওয়াত, সেবামূলক কাজ ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট