1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

নেত্রকোণা জেলায় ভিডিপির অ্যাডভান্সড মৌলিক প্রশিক্ষণের সমাপনী।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

দ্বীপক চন্দ্র সরকার, নেত্রকোণা:

নেত্রকোণায় শপথ বাক্য পাঠের মাধ্যমে ‘জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ভিডিপি অ্যাডভান্সড মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ৬ মে, মঙ্গলবার জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। ২৮ দিন মেয়াদী এ প্রশিক্ষণে ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

মদন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীমি ফেরদৌসীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ট্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবু সাঈদ, বারহাট্টা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মেরিনা কাদের শেলী, কলমাকান্দা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল আউয়াল এবং প্রশিক্ষণে সংযুক্ত আনসার ব্যাটালিয়নের সদস্যগণ।

সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মদন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীমি ফেরদৌসী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ট্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বলেন, প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা আর্থ-সামাজিক উন্নয়ন, নিরাপত্তা বিষয়ক সচেতনতা, বেকারত্ব দূর করার জন্য উদ্যোক্তা হওয়ার কৌশল ও অস্ত্র চালনাসহ বিভিন্ন কাঠামোতে তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। তারা এই প্রশিক্ষণ শেষে বাংলাদেশ আনসার বাহিনী কর্তৃক বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। নির্বাচনের সময় ডিউটি, পূজা চলাকালীন সময়ে ডিউটি ও দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য হিসেবে তারা কাজ করার সুযোগ পায়। বেকারত্ব দূর করার জন্য আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক হতে সহজ শর্তে লোন দেওয়া হয়। যাতে তারা সাবলম্বী হতে পারে।
এছাড়াও প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও বড় খানার আয়োজন করা হয়। প্রশিক্ষণাত্রীদের মাঝে সার্টিফিকেট ও যাতায়াত ভাতা প্রদানের মাধ্যমে সমাপনী অনুষ্ঠানের সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট