দ্বীপক চন্দ্র সরকার, নেত্রকোণা থেকে :- নেত্রকোণা মদন উপজেলায় মাদরাসায় যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত (১০) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
২৮ এপ্রিল, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামে নিজ বাড়ির সামনেই বজ্রপাতে মৃত্যু হয় শিশুটির আরাফাত উপজেলার তিয়শ্রী গ্রামের আব্দুস ছালামের ছেলে।
তিয়শ্রী ইউনিয়ন পরিষদের মেম্বার মোতাহার হোসেন বজ্রপাতে আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও স্থানীয় মেম্বার জানায়, আরাফাত বাড়ির পাশের হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করে। প্রতিদিনের মতো সোমবার ভোরে ফজরের নামাজ শেষে মা বাবাকে বলে মাদরাসায় যাচ্ছিল আরাফাত। মাদরাসার কাছাকাছি পৌঁছলে হঠাৎ বজ্রপাতে আরাফাতের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
খবর পেয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান বজ্রপাতে নিহতের পরিবারকে লাশ দাপন এর জন্য সরকারের পক্ষ থেকে ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
Leave a Reply