আবদুল্লাহ আল হ্নদয়ঃ-ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে ফসলি জমি থেকে জোহর আলী(৬৫)নামের এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে নাসির নগর থানার অন্তর গত চাতলপাড় ফাঁড়ির পুলিশ।
গতকাল ২১/০৪/২০২৫ ইং তারিখ রোজ সোমবার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের এক কৃষক জমিতে কাজ করতে গিয়ে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধ জমিতে পড়ে আছে। খবর পেয়ে গ্রামবাসী এসে জানায়,এ বৃদ্ধ হল সোনাতোলা মধ্যপাড়া গ্রামের আঃ গফুরের ছেলে জোহর আলী মৃতদেহ। পরে গ্রামবাসীস্হানীয় চাতলপাড় পুলিশ ফাড়িতে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ এসে জমি থেকে জোহর আলীর গলাকাটা লাশ উদ্ধার করে নাসির নগর থানায় প্রেরন করেছে বলে স্হানীয়রা জানান। এ বিষয়ে চাতলপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম লাশ উদ্বারের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের ছেলে মো: মিজান(৩৫) লাশের পরিচয় সনাক্ত করেছেন ।
Leave a Reply