1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে সেনা ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত তিন মাদক কারবারি আটক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা। নেত্রকোণা কেন্দুয়ায় শামীমের হ*ত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ড.হিলালীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল। আশুগঞ্জের বেহাল সড়ক পরিদর্শনে এসে যানজটে আটকালেন সড়ক উপদেষ্টা ফাওজুল কবির খান। পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে নেত্রকোণায় আলোচনা সভা। দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। নেত্রকোণা উপজেলা/ থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৩য় ধাপ) এর উদ্বোধন। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ: উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁ,সি,র দাবি নেত্রকোণা গণমাধ্যম কর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

কাজিপুরে চাঁদা,না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে আগুন-থানায় অভিযোগ।

  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-

 

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে নয়ন সরকার নামের এক ব্যবসায়ীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ, চাঁদা না দেওয়ায় বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় রবিবার বিকেলে কাজিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
গত শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে আগুনের ঘটনা ঘটেছে।
অভিযোগসূত্রে জানা গেছে, কিছুদিন আগে থেকে উপজেলার সোনামুখী ইউনিয়নের সোনামুখী বাজারের মৃত বাচ্চু সরকারের ছেলে ক্রোকারিজ ব্যবসায়ী নয়ন সরকারের কাছে চাঁদা দাবি করেন একই গ্রামের রেজাউল করিমের ছেলে শিবলী রেজা বাবু। শিবলী রেজা বাবু একজন ইয়াবা ব্যবসায়ী। অনেকবার ইয়াবাসহ আইন শৃংখলা বাহিনীর হাতে সে গ্রেপ্তার হয়েছে। সম্প্রতি সে নয়নের নিকটে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় রাতে নয়নের বাড়ির গেট আটকিয়ে আগুন দেয় যাতে সে পরিবারসহ পুড়ে মারা যায়। আগুনে নয়নের প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

নয়নের প্রতিবেশী গৃহবধু লাইলী খাতুন বলেন, আমি রাতে শব্দ শুনে ঘরের জানালা খুলে দেখি নয়নদের বাড়িতে আগুন জ্বলছে। আমি তাড়াহুড়া করে ঘর থেকে বের হয়ে দেখি অনেক লোকজন তার মধ্যে শিবলীও রয়েছে। লোকজন আগুন নেভাতে গেলে শিবলী তাদের আগুন নেভাতে নিষেধ করে। আগুন নেভাতে নিষেধ করলে আমি শিবলীকে গালিগালাজ করে বলছি- আগুন কেন নিভাবে না, বাড়ি পুড়ে শেষ হয়ে গেল।

আরেক প্রতিবেশী আরিফ সরকার জানান, এ ধরনের কাজ খুবই ন্যাক্কারজনক। চাঁদা না দেওয়ায় বাড়িতে আগুন দেবে এটা কোন ধরনের কাজ হলো। মানুষের জান-মালের নিরাপত্তা কই।

এ বিষয়ে অভিযুক্ত শিবলী রেজা বাবুর সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও সাড়া মেলেনি।

কাজিপুর থানার ওসি নুরে আলম জানান, বিষয়টি আমরা রবিবার সকালে প্রাথমিক তদন্ত করেছি। এরপর বিকেলে নয়ন সরকার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট