1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা সেহলী পারভীন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোনীত বিজয়নগরে ৩১ দফা বাস্তবায়ন ও শ্যামলের জনসভা সফল করার লক্ষ্যে ডালফায় প্রস্তুতি সভা। কাজিপুরে  শিক্ষার্থীর অভিভাবকের হাতে শিক্ষক লাঞ্ছিত-শিক্ষার্থীদের বিক্ষোভ কাজিপুরে মেঘাই উচ্চ বিদ্যালয়ের গাছের নিলাম অনুষ্ঠিত সিরাজগঞ্জের কাজীপুরে  বিএনপির শীতবস্ত্র বিতরণ চেক জালিয়াতি মামলায় নেত্রকোণা কেন্দুয়ায় যুবক গ্রেফতার অফিস ‘নিয়ন্ত্রণে’ দলিল লেখক সমিতির নেতা কাইয়ুম: সাব-রেজিস্ট্রারের উপস্থিতিতে সাংবাদিক লাঞ্ছিত তথ্য চাইতেই রোষানলে সাংবাদিক নেতা: সিও নিজামের বিরুদ্ধে মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ। নেত্রকোণায় তারুণ্যের উৎসব -২৫ উপলক্ষ্যে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত। বিজয়নগরের সাপুটিয়া বিলে দুর্বৃত্তদের দাপট: দিশেহারা বৈধ ইজারাদার, আদালতে মামলা ও প্রশাসনিক হস্তক্ষেপের আকুতি

কুমিল্লার বরুড়ায় নার্সারীতে দিন বদল শাহজাহান মিয়ার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৩৪০ বার পড়া হয়েছে

মোঃ ইকরামূল হক, ঃ == চারা কিনতে আসছেন দূরদূরান্তের ক্রেতা। অর্থনৈতিক মুক্তি ও কর্মসংস্থানের সুযোগ পেয়ে খুশি গ্রামবাসী। কুমিল্লা – বরুড়া সড়কের শিলমুড়ী দঃ ইউনিয়নের আমড়াতলী বাজার থেকে একটি সড়ক সোজা চলে গেছে বরুড়া উপজেলা সদরের দিকে। আমড়াতলী থেকে সড়কটি ধরে প্রায় ১ কিলোমিটার সামনে এগোলে উপজেলার ছোট্ট গ্রাম সাইইলচোঁ। সড়কঘেঁষা গ্রামটিতে গেলেই নজর কাড়বে চমৎকার সুন্দর সবুজের সমারোহ। সারি বাঁধা নার্সারির মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ছোট-বড় নানা প্রজাতির অসংখ্য গাছের চারা। সড়কের পাশে প্রায় দুই একরের বেশি জায়গা জুড়ে দেখা যায় এমন দৃশ্য।
কুমিল্লা জেলা শহরের কাছাকাছি হওয়ায় বরুড়ার সাইলচোঁ শাহজাহান মিয়ার নার্সারি ব্যবসা জনপ্রিয় হয়ে উঠছে দিন দিন। বিশেষ করে জেলার লালমাই ও সদর দক্ষিণ উপজেলার খুব কাছাকাছি হওয়ায় এই নার্সারীতে জমছে প্রচুর দর্শনার্থী ও গাছের ক্রেতা। এই নার্সারীতে শোভা পাচ্ছে ফুল, ফল, সবজি, কাঠ, শোভাবর্ধন বিভিন্ন প্রজাতির অসংখ্য চারা। এসব নার্সারিতে কর্মসংস্থান হয়েছে আশে পাশের গ্রামের অনেক শ্রমিকের। পাশাপাশি নার্সারির মালিকও হয়ে উঠছেন আর্থিকভাবে সাবলম্বী। আর সাথে সাথে প্রাকৃতিক সৌন্দর্যেও যোগ হয়েছে নতুন অনুষঙ্গ।
সরেজমিনে দেখা যায়, বরুড়া উপজেলা থেকে কুমিল্লা গামী সড়কের লাইজলা সাইলচোঁ যাত্রী ছাউনীর দক্ষিণ দিকে কালভার্টের দক্ষিণ দিকে সাইলচোঁ গ্রামের প্রবেশ পথ থেকেই শুরু হয়েছে শাহজাহান মিয়ার আল-আমিন নার্সারির বাগান। এর মধ্যে রয়েছে দেশী ও বিদেশী নানান জাতের আম, জাম, কাঁঠাল, জামরুল, গোলাপজাম, আফ্রিকান সাদা জাম, দেশী বিদেশি আনার, ডালিম, আঙ্গুর, বিদেশী আপেল, রামবুটান, ত্বীন ফল, জয়তুন, মাল্টা, কমলা, চাইনিজ কমলা, দেশী বিদেশি পেয়ারা আমড়া, ডেউয়া, লেবু, বাতাবী লেবু, লটকন, ছফেদা, কাশ্মেরী কুল, দেশী কুল, দেশী ও ভিয়েতনামী নারকেল, পেঁপে, ড্রাগন, চালতা, করমচা, কতবেল, আমলকি,কামরাঙা সহ নানান জাতের ফুল, বনজ ও ঔষধী সহ বিভিন্ন রকমের শতাধিক জাতের বৃক্ষ মিলবে এই বাগানে।
নার্সারি পরিচালনার দায়িত্বে থাকা শাহজাহান ইউছুফ মিয়া জানান, আমাদের নার্সারিতে দেশি-বিদেশি জাতের ফলদ, ফুল বনজ, শোভাবর্ধন ও ঔষধি গাছের চারা, কলমসহ ফুলের চারা উৎপাদিত হয়। বর্তমানে এই নার্সারীর আয় দিয়ে ভালই চলছে তাদের পরিবার।
এদিন শাহজাহান মিয়া বলেন তিনি নিরানব্বই সালের দিকে প্রথম এই নার্সারী ব্যবসা শুরু করেন । দিনমজুরি থেকে যে আয়, তা দিয়ে সংসার চলত না। কিছু বন্ধুর পরামর্শে বর্তমান বাগানের আর পিছনে গ্রামের ভিতরে চারা উৎপাদন করে সেই চারা ভ্যানে করে নিয়ে বাজারে বিক্রি করতেন । তারপর করোনার পরে বর্তমান স্থানে প্রায় দুই একর জমি ভাড়া নিয়ে নার্সারী ব্যবসা শুরু করার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁর, সারা উপজেলায় ধীরে ধীরে তার নার্সারির সুনাম ছড়িয়ে পড়েছে।
আনোয়ারা বেগম বলেন, ‘আমাদের পক্ষে ইট ভাঙা, রাস্তার কাজ বা মানুষের বাসায় কাজ করাও সম্ভব না। তবে নার্সারিগুলোতে কাজ করা মোটামুটি সহজ। ঝামেলাও কম। কাজ শেষে নগদ টাকা পাচ্ছি। তার চেয়েও বড় কথা, বাড়ির কাছে নার্সারি হওয়ায় কাজ করতে সুবিধা হয়েছে।’
এদিন কথা হয় স্থানীয় বাসিন্দা মালিক পশু ডাক্তার মোঃ রাশেদের সঙ্গে। তিনি একটি ছোট্ট গবাদি পশু খামার ও একটি ভ্যাটেনারী দোকানের মালিক। তাঁর ভাষ্যমতে, যেসব জায়গায় নার্সারিগুলো গড়ে উঠেছে, সেসব জায়গার বেশির ভাগই পড়ে ছিল পরিত্যক্ত অবস্থায় বছরে একটি ফসল হতো। নিচু জমি হওয়ায় সেখানে আশানুরূপ ফলন হতো না। তবে সেসব জায়গায় এখন এই নার্সারি হওয়ায় জমির মালিকরা লাভবান হয়েছেন, পাশাপাশি গ্রামেও কাজ বেড়েছে। এখন যে কেউ চাইলেই নার্সারিগুলোতে কাজ করে সংসার চালাতে পারেন। রুটি-রুজির ব্যবস্থা হয়েছে।
এদিন নার্সারীতে ফলজ বৃক্ষ কিনতে আসা পাশের শিলমুড়ী উঃ ইউনিয়ন পরিষদের শোলাপুকুরীয়া গ্রামের বাসিন্দা কাজী মুফতি মমিন উল্ল্যাহ ভুঁইয়া বলেন, আসলে কেউ যদি শাহজাহান মিয়ার আল-আমিন নার্সারীতে স্বশরীরে না আসেন তাহলে অনুভব করতে পারবেন না এখানে কি পরিমান ফলদ, বনজ ও ঔষধি গাছের সমাহার আছে। এ সময় তিনি আরো জানান, তিনি একটি ফলজ বাগান করছেন আর তাই তার কাছ থেকে দেশী ও বিদেশি প্রায় ৫০ প্রজাতির ফলদ বৃক্ষ সংগ্রহ করেছেন।
জুন থেকে সেপ্টেম্বর, সাধারণত এই চার মাসকে নার্সারির চারা বিক্রির ভরা মৌসুম ধরা হয়। তবে এর বাইরে সারা বছরই নার্সারিগুলোতে কমবেশি ক্রেতা থাকে। স্থানীয় ক্রেতা ছাড়াও চারা সংগ্রহ করতে বরুড়া, লালমাই সদর দক্ষিণ সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বহু লোকজন চারা কিনতে আসেন বলে জানান নার্সারি মালিক শাহজাহান মিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট