1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ছিনতাইয়ের অভিযোগ বিজয়নগরে অস্বচ্ছল প্রবাসী পরিবারদের পাশে প্রবাসী কল্যাণ সংগঠন। আওয়ামী লীগের ১৭ বছর আলেম ওলামাগণ নির্যাতনের শিকার ছিলেন- সেলিম রেজা। বিজয়নগরে উত্তেজনাপূর্ণ ফাইনাল শেষে সবুজ তরুন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন। ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি ধর্মঘট: দ্বিতীয় দিনেও জনদুর্ভোগ চরমে। কাজিপুরে বিএনপির সদস্য নবায়ন উপলক্ষে আলোচনা সভা বিজয়নগরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নেত্রকোণা বারহাট্টা উপজেলা সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান খান রিজভীর ইন্তেকাল। দাউদপুর হাজীপুর সুন্নীয়া আলীয়া মাদ্রাসার সুপারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর প্রতিবাদ সভা রাষ্ট্রীয় শোকের দিনে চম্পকনগর মডেল উচ্চ বিদ্যালয়ে পতাকা উত্তোলন না করায় তীব্র সমালোচনা।

সিরাজগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী প্রদর্শন ও আলোচনা সভা 

  • প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪
  • ৩৪৭ বার পড়া হয়েছে

অন্জনা স্টাফ রিপোর্টার-“স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই— এই শ্লোগান নিয়ে আন্তর্জাতিক নার্স দিবস আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষ্যে প্রতিবছর সারা বিশ্বব্যাপী ন্যায় সিরাজগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী প্রদর্শন, কেক কর্তন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
রবিবার ( ১২ মে ২০২৪) সকাল ১০ টায় নাসিং ইনস্টিটিউট সিরাজগঞ্জের আয়োজনে সিরাজগঞ্জ শহরে প্রধান প্রধান সড়কে বর্ণাঢ্য র‌্যালী প্রদক্ষিণ করে নাসিং ইনস্টিটিউটে এসে শেষ হয়। এর আগে বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন, নাসিং ইনস্টিটিউট সিরাজগঞ্জের সভাপতি রেহানা খাতুন।
পরে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নাসিং ইন্সট্রাক্টর ইনচার্জ ও অনুষ্ঠানের সভাপতি রেহানা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত থেকে প্রধান অতিথি সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী এসময়ে তার বক্তব্য বলেন, সেবার মাধ্যমে ফ্লোরেন্স নাইটিঙ্গেল সারা বিশ্বে নার্সদের আদর্শে পরিণত হয়েছিলেন। তাই সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের দিবসটি শুধু উদ্‌যাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সততা, নিষ্ঠা ও নিজেদের সেবার মানকে আরো উন্নতো করতে হবে। মানুষ অসুস্থ হলে আগে ডাক্তার চাইতে বেশী সেবা দিয়ে থাকে একজন নার্স তাই এই পেশাকে সন্মানের জায়গায় রেখে মানবতায় কাজ করতে হবে। তাহলেই একজন প্রকৃত সেবাদানে প্রকৃত ভাবে ভালো মানুষ হতে সক্ষম হবে। নার্সেস দিবস সফল হোক এই প্রত্যাশা রাখছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রতন কুমার রায়।
২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের সেবা তত্বাবধায়ক মোছাঃ লাভলী ইয়াসমিন, জেলা পাবলিক হেলথ নার্স সিভিল সার্জন কার্যালয় রেখা রাণী দে, স্বাধীনতা নার্সেস পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও নাসিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মমতাজ মহল, স্বাধীনতা নার্সেস পরিষদের সাংগঠনিক সম্পাদক ও নাসিং ইনস্টিটিউটের নাসিং ইন্সট্রাক্টর নাজমা ইয়াসমিন, ও রিনা সুলতানা, ফাতেমা খাতুন, মরিয়ম বেগম মুক্তি, হামিদা খাতুন, নারজিনা খাতুন, বিনতা অধিকারী, সুরাইয়া বানু প্রমুখ,
অনুঠানটি সঞ্চালনা করেন, ডিপ্লোমা ইন মিডওয়াইফারী তৃতীয় বর্ষের ছাএী মনিরা খাতুন,
ডিপ্লোমা ইন নাসিং দ্বিতীয় বর্ষের ছাএী পূজা রাণী সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট