
আবদুল্লাহ আল হৃদয়ঃ–
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউছারকে গ্রেপ্তার করেছে বিজয়নগর থানা পুলিশ।
রোববার (১১ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাহাড়পুর–সহদেবপুর সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কাউছারকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তাকে বিজয়নগর থানায় নিয়ে আসা হয়।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানের আওতায় কাউছারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, অভিযানের অংশ হিসেবে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।