
,স্টাফ রিপোর্টার:
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা বাজার জয়নগর রোড সংলগ্ন রেলওয়ে ক্রসিংয়ের পূর্ব পাশে, ভাটারা আব্দুর রেজ্জাক খান আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রফেসার শেখ হোসেন জামান জুয়েল-এর উদ্যোগে এবং ভাটারা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রফেসার শেখ হোসেন জামান জুয়েল বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, জাতীয়তাবাদ ও স্বাধীনতার প্রতীক। দেশ ও জাতির সংকটকালে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন— সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ হোসেন জামান জুয়েল,
উপজেলা বিএনপির সদস্য শাহজাহান আকন্দ,
বিএনপি নেতা মাহতাব উদ্দিন,ভাটারা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মনির ইসলাম মুকুল,ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম,ভাটারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ হোসেন,ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জিয়াউল ইসলাম আজিজ,উপজেলা কৃষক দলের সদস্য মোবারক হোসেন,২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জোসনা আকন্দ,ভাটারা ইউনিয়ন কৃষক দলের সদস্য তারা মিয়া টিক্কাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও বহু নেতা-কর্মী।দোয়া ও মিলাদ মাহফিলে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রয়াত নেত্রীর আত্মার শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।